steve_smith vs virat kohl image

ব্যুরো নিউজ,১১ সেপ্টেম্বর :তার ভাবনা এবং কাজকর্ম দিক থেকে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলির অস্ট্রেলিয়ানদের মানসিকতার সঙ্গে মিল আছে বলেই মনে করেন অস্ট্রেলিয়া ব্যাটার স্টিভ স্মিথ। স্মিথের মতে কোহলি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতোই বিরোধীদের মাথায় চড়ে বসতে চান। সব সময় মাঠের মধ্যেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বিরাট। আর তাতেই অস্ট্রেলিয়ান মানসিকতার পরিচয় বিরাট এর মধ্যে দেখলেন স্টিভ স্মিথ।

হাজার হাজার শিশু বাঁচিয়েছে নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত মিশন

মাঠের বাইরে স্মিথ- বিরাটের বন্ধুত্ব অটুট

২০২৪ সালের প্রথম ১০৩ দিনে মোট ৪৭ টি বাঘ হারিয়েছে ভারত

বিরাট কোহলিকে কার্যত ঢালাও সার্টিফিকেট দিলেন স্মিথ। আসন্ন নভেম্বর মাসে ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্টের সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফি এবার খেলা হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই ৫ টেস্ট বারে বারে বিরাট বনাম স্টিভের  লড়াই দেখার জন্য তাকিয়ে রয়েছে দর্শকরা। তবে বিরাটের সঙ্গে স্মিথের বন্ধুত্ব বহুদিনের। তারা মাঠের বাইরে পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান দিয়ে থাকেন। তবে বিরাট ব্যাট হাতে নামলে যেভাবে বিরোধী পক্ষের চ্যালেঞ্জ গ্রহণ করে মাথায় চড়ে বসার আগ্রহ দেখায় তার সঙ্গে অস্ট্রেলিয়ার মানসিকতার মিল আছে। স্মিথ জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে যথেষ্ট মেসেজ চালাচালি হয়। ফোনে কথা হয়। নিয়মিত যোগাযোগ রয়েছে।তবে বিরাট একজন বড় মাপের দারুন মানুষ। বিরাটকে অসাধারণ ক্রিকেটার বলে রীতিমতো ঢালাও সার্টিফিকেট দিয়েছেন স্মিথ।অস্ট্রেলিয়ার মাটিতে দুদেশের ৫ টি টেস্ট যথেষ্ট জমজমাট হবে বলে মনে করছেন স্মিথ এন্ড কোম্পানি।স্মিথের আরো বক্তব্য, বিরাটের যেমন বড় রান করার লক্ষ্য থাকে তেমনি আমাদেরও সব সময় লক্ষ্য থাকে বড় রান করার। আর টিমকে সাফল্য এনে দেওয়া আমাদের দুজনেরই লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর