ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : রোগীমৃত্যুর অভিযোগ ঘিরে বেহালা বিদ্যাসাগর হাসপাতাল পরিণত হল রণক্ষেত্রে। শুক্রবার রাতে এক হৃদরোগীর মৃত্যুর পর হাসপাতালের জরুরি বিভাগ ও মূল গেটে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। এক নার্সিং স্টাফকে বাথরুমে নিয়ে গিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও এসেছে।
জোকা থেকে হাওড়াঃ মার্চে মেট্রো পরিষেবা চালু হতে পারে
ভয়ে হাসপাতালে ভর্তি কিছু রোগী বেড ছেড়ে পালিয়ে যান
ঠাকুরপুকুরের বাসিন্দা ৩০ বছর বয়সী শেখ মেহমুদ আলমকে শুক্রবার রাত ৮টা নাগাদ হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিক চিকিৎসার পরেও ৮টা ৪০ মিনিটে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে সিপিআর দেওয়া হয়। কিন্তু ৮টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই মৃতের পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন এবং চিকিৎসার নথিপত্র চেয়ে বিক্ষোভ শুরু করেন। রাত ১০টা নাগাদ প্রায় ১৫০ জন জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর চালায়। বাইরের গেট এবং ওষুধপত্রে ক্ষতি করা হয়। নার্সিং স্টাফদের মারধর করা হয় যার ফলে তিনজন আহত হন। ভয় পেয়ে হাসপাতালে ভর্তি কিছু রোগী বেড ছেড়ে পালিয়ে যান। দুই রোগীকে অন্যত্র স্থানান্তর করতে হয়। এই বিশৃঙ্খলার মাঝে ৮৫ বছর বয়সী রোগী শান্তি সিনহার মৃত্যু হয় বলে অভিযোগ।
মেকআপের প্রাইমার কেনার জন্য আর খরচ করতে হবে না হাজার হাজার টাকা , ঘরেই বানিয়ে নিন সহজ উপায়ে প্রাইমার
পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর এবং মারধরের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।এক চিকিৎসক জানান ‘রোগী গুরুতর অবস্থায় এসেছিলেন এবং খুব অল্প সময় পাওয়া গিয়েছিল। হাসপাতালে সুপার জানান, ‘তাণ্ডবকারীরা প্রচুর ওষুধ এবং ইঞ্জেকশন নষ্ট করেছে।’এই ঘটনার পর হাসপাতালের কর্মী ও রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।এই ঘটনায় হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা এবং নিরাপত্তা রক্ষার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।