৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই!

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের ছোট ভাই বিনোদ সেহবাগ চেক বাউন্স মামলায় গ্রেফতার হয়েছেন। চণ্ডীগড়ের মনিমাঝরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে, যেখানে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল, রামনবমীতেও ম্যাচ অপরিবর্তিত

৭ কোটি টাকার চেক বাউন্স, আদালতের নির্দেশ

বিনোদ সেহবাগ দিল্লির বাসিন্দা এবং ‘জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস’ নামে একটি কোল্ড ড্রিঙ্কস কোম্পানির পরিচালক। অভিযোগ, তাঁর কোম্পানি হিমাচলের ‘নয়না প্লাস্টিক কারখানা’ থেকে প্লাস্টিকের বোতল কিনেছিল এবং পেমেন্টের জন্য ৭ কোটি টাকার একটি চেক দেয়। কিন্তু সেই চেক ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স হয়ে যায়।

পঞ্চকুলার সেক্টর-১২-এর বাসিন্দা কৃষ্ণ মোহন, যিনি নয়না প্লাস্টিক কারখানার মালিক, তিনি আদালতে ধারা ১৩৮ অনুযায়ী অভিযোগ দায়ের করেন। বিনোদ সেহবাগ ও তাঁর দুই অংশীদার সুধীর মলহোত্রা ও বিষ্ণু মিত্তল আদালতে হাজির না হওয়ায় ২০২২ সালে তাঁদের পলাতক ঘোষণা করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর ২০২৩-এ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে মনিমাঝরা থানার পুলিশ।

ফাইনালে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ: কেন ভয়ঙ্কর প্রতিপক্ষ নিউ জিল্যান্ড?

জামিনের আবেদন ও পরবর্তী শুনানি

বিনোদ আদালতে জামিনের আবেদন করেছেন, তবে সিজেএম আদালত ১০ মার্চ পুলিশের জবাব চেয়েছে। ১৩৮ নম্বর ধারায় মামলার শুনানি শুক্রবার হবে।এখন দেখার, আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হয় এবং বিনোদ সেহবাগ জামিন পান কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর