ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:অভিনেতা বিক্রান্ত ম্যাসি সোমবার সকাল সকাল অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।তার এই সিদ্ধান্তে বলিউডের অনেকেই অবাক হয়ে গেছেন। মাত্র ৩৭ বছর বয়সে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি। ২০২৪ সালে ‘টুয়েলভথ ফেল’ এবং ‘সবরমতী রিপোর্ট’ এর মতো সাড়া জাগানো ছবিতে অভিনয় করার পর এই খবরটি সকলের কাছে হজম হচ্ছে না। তার এই অবসর ঘোষণা নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে এর মধ্যেই বিক্রান্ত ম্যাসি এক বিশেষ স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে উপস্থিত হন যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ‘সবরমতী রিপোর্ট’ সিনেমাটি দেখেন।
বাস পরিসেবায় আরও কড়াকড়িঃ নতুন এসওপির আওতায় যাত্রী তোলার কঠোর নিয়ম চালু
‘আপনাদের সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ’
প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন এই স্ক্রিনিংয়ে।প্রধানমন্ত্রী মোদী সিনেমাটি দেখে নির্মাতাদের প্রশংসা করেন এবং তার এক্স হ্যান্ডেলে সেই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি লেখেন, আজ ‘সবরমতী রিপোর্ট’ ছবির স্ক্রিনিংয়ে এনডিএ সাংসদদের সঙ্গে যোগ দিলাম। ছবির নির্মাতাদের আমি কুর্নিশ জানাই। চলচ্চিত্রের স্ক্রিনিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী, যা বিক্রান্ত ম্যাসি নিজেও অনুভব করেন।এই অভিজ্ঞতা সম্পর্কে বিক্রান্ত বলেন প্রধানমন্ত্রী মোদী, সব ক্যাবিনেট মন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে ছবিটি দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি আমার ক্যারিয়ারের শীর্ষ পয়েন্ট কারণ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখার সুযোগ পেয়েছি। আমি সত্যিই খুব খুশি।একই দিন, বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও। তিনি সিনেমাটি নিয়ে বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা। আপনার পরিবার নিয়ে সিনেমাটি দেখুন, এতে বুঝতে পারবেন কীভাবে অনেক ঘটনা গোপন রাখা হয়েছিল এবং কংগ্রেস সরকার কীভাবে রাজনীতির পট পরিবর্তন করেছে।
ভারতের প্রথম গগনযান মিশনঃ মহাকাশে মানবযাত্রার নতুন দিগন্তের উন্মোচন
‘সবরমতী রিপোর্ট’ সিনেমাটি পরিচালনা করেছেন ধীরজ সরনা এবং এটি বালাজি মোশন পিকচার্স, ভিকি ফিল্মস এবং জি স্টুডিওর ব্যানারে নির্মিত। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পায় এবং ইতিমধ্যেই বক্স অফিসে ৩৫.৫৬ কোটি টাকা আয় করেছে। ছবিটি বেশ কিছু রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং ওড়িশা।অভিনয় থেকে অবসর নেওয়ার বিষয়ে বিক্রান্ত ম্যাসি ইনস্টাগ্রামে লেখেন বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে, আপনাদের সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এবার আমি অনুভব করছি যে নতুন করে শুরু করার সময় এসেছে।২০২৫ সালে আমাদের শেষবার দেখা হবে।