ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:কিছু দিন আগে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মাসের নতুন ছবি ‘সবরমতী এক্সপ্রেস’। ছবির মুক্তির পরেই অভিনেতা নিজে একটি পোস্ট করে ঘোষণা করেছিলেন যে, তিনি অভিনয় থেকে অবসর নেবেন। তবে, তার এই পোস্ট নিয়ে বেশ কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেন, হয়তো তিনি আর অভিনয় করবেন না। কিন্তু এবার বিক্রান্ত স্পষ্ট করলেন যে, তিনি অবসর নিচ্ছেন না বরং কিছু দিনের জন্য বিরতি চাইছেন।
শীতকালে বয়স্কদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় টিপস
অভিনয়ে ফিরবেন?
এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, “আমি প্রথম পোস্টে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করেছিলাম, যা অনেকের কাছে বিভ্রান্তির সৃষ্টি করেছে। তাই আমি পরিষ্কার করে বলি, আমি অবসর নিচ্ছি না, তবে নিজেকে উন্নত করার জন্য কিছু সময়ের বিরতি চাইছি।” বিক্রান্ত আরও জানান অভিনয় করতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে, শরীরও তার ধকল নিতে পারছে না। অতিরিক্ত কাজের চাপের কারণে তার শরীর ভেঙে পড়ছে আর তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন।এছাড়া বিক্রান্তের পরিবারও রয়েছে এবং কাজের চাপের কারণে পরিবারকে ঠিক মতো সময় দিতে পারছেন না। তাই এখন তিনি ‘বাবা’ এবং ‘স্বামী’ হিসেবে নিজের দায়িত্ব পালন করতে চান। তিনি জানান বিরতির পর সবার সঙ্গে সময় কাটিয়ে এবং পরিবারকে সঙ্গ দিয়ে তিনি আবার অভিনয়ে ফিরবেন।
সৃজিত মুখোপাধ্যায় আর করবেন না ‘ফেলুদা’, মনখারাপ টোটা রায়চৌধুরীর
একটা সময় ছিল যখন কাজের জন্য বিক্রান্ত অনেকটা সময় নিজের পরিবারকে সময় দিতে পারছিলেন না যার ফলাফল হিসেবে তার স্ত্রী ও সন্তানও কিছুটা বিরক্ত হয়েছেন। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, ব্যক্তিগত দায়িত্বের দিকে নজর দেওয়ার জন্য কিছু সময় বিরতি নেবেন। ‘সবরমতী রিপোর্ট’-এর মতো ছবির জন্য বিক্রান্ত অনেক হুমকি পেয়েছেন তবে কাজের চাপের পাশাপাশি তিনি নিজের পরিবারকেও প্রাধান্য দিতে চান। শীঘ্রই তিনি ফিরবেন এবং অভিনয়ে আরও শক্তিশালী হয়ে কাজ করবেন।