লোকশিল্পী সারদা সিনহা প্রয়াত

ব্যুরো নিউজ ৬ নভেম্বর : লোকসঙ্গীতের বিশিষ্ট শিল্পী সারদা সিনহা ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চিরনিদ্রায় শায়িত হলেন। দিল্লির এইমস হাসপাতালে ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছিল এই ৭২ বছর বয়সী শিল্পীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ছট পূজার দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভূত চতুর্দশীতে এই কাজগুলো ভুলেও করবেন না! হতে পারে ঘোর অমঙ্গল!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গভীর শোক প্রকাশ

২০১৮ সাল থেকে মাল্টিপল মায়লোমা নামক এক দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন সারদা। শুরুর থেকেই ভোজপুরি, মৈথিলি ও হিন্দি লোকগানের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন তিনি, এবং এই ভাষাগুলিতে তার লোকগান তাকে অসামান্য জনপ্রিয়তা এনে দেয়। বলিউডেও তিনি দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছিলেন। “হাম আপকে হ্যায় কৌন” ছবিতে ‘বাবুল’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন সারদা, যা সলমন খান ও মাধুরী দীক্ষিত অভিনীত একটি আবেগপূর্ণ মুহূর্তে বিশেষভাবে স্থান পেয়েছিল। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ২০১৮ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।প্রখ্যাত এই শিল্পীর প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “বিহার কোকিলা হিসেবে খ্যাত সারদা সিনহা বিহারি লোকগানকে ভোজপুরি ও মৈথিলি ভাষায় সুমধুর কণ্ঠে সমৃদ্ধ করে তুলেছেন। ছট পূজার দিনে তার গানে দেশ-বিদেশে এক অনন্য ভক্তির পরিবেশ তৈরি হয়। তিনি আমাদের সুরের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

জগদ্ধাত্রী পুজোয় ত্রিশূল হাতে রাস্তায় নামলেন রচনা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে লেখেন, “প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ছট পূজার বিশ্বাস নিয়ে তার গাওয়া মধুর গানগুলো চিরকাল আমাদের মনে থেকে যাবে। লোকসঙ্গীতের জগতে এটি এক বিশাল ক্ষতি।”

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর