ফোনে কথা বলতে মত্ত যুবক পিছন থেকে ছোবল দিল বিষধর সাপ

ব্যুরো নিউজ,১ মার্চ :ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন এক তরুণ। বসেছিলেন বাঁশের মাচায়। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি, ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে মৃত্যুদূত! এক ভয়ঙ্কর বিষধর সাপ তার মাথার দিকে ছোবল মারল, কিন্তু ভাগ্যক্রমে তার টুপিই হয়ে উঠল রক্ষাকবচ

দাদু হচ্ছেন সুনীল শেট্টি, কবে আসছে আথিয়া-রাহুলের প্রথম সন্তান?

ভয়ঙ্কর মুহূর্ত, টুপির কারণে বাঁচলেন তরুণ

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো টিশার্ট-প্যান্ট পরা এক তরুণ গভীর মনোযোগে ফোনে কথা বলছিলেন। ঠিক সেই সময় একটি বিষধর সাপ পিছন থেকে মাথার দিকে ছোবল হানে। কিন্তু টুপি থাকায় ছোবল লক্ষ্যভ্রষ্ট হয়। রেগে গিয়ে সাপটি টুপিটি মুখে করে টেনে ফেলে দেয়! এরপর তরুণ সতর্ক হয়ে পিছনে তাকান এবং দ্রুত সরে যান, ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ভাইরাল ভিডিও ও নেটিজেনদের প্রতিক্রিয়া

এই রোমহর্ষক ভিডিওটি ২২ ফেব্রুয়ারি ‘Nature is Amazing’ নামক এক্স (Twitter) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় ৮ লক্ষ বার দেখা হয়েছে। অনেকেই বিস্ময় ও ভয় প্রকাশ করেছেন।

শুক্রের বক্রী গতিতে ভাগ্য বদল! এই রাশিগুলির জন্য আসছে সুখ ও সাফল্য

একজন লিখেছেন, “সাপের দাঁত যদি আর একটু লম্বা হতো, তাহলে ছেলেটা বাঁচত না!”
অন্য একজন মন্তব্য করেছেন, “এটি কালাচ সাপ, যা অত্যন্ত বিষাক্ত! এই তরুণ সত্যিই ভাগ্যবান!”

ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত নয়, তবে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে সবাই শিহরিত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর