গাছগুলি

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়াতে নানা ধরনের গাছপালা দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন। তবে বাস্তু মতে, সব গাছ বাড়িতে রাখা শুভ নয়। কিছু গাছ বাড়ির পরিবেশ ও আর্থিক উন্নতির জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। জেনে নিন কোন গাছগুলো রাখলে ঘর হবে শান্তিময় ও সমৃদ্ধিতে ভরা।

খাবার খাচ্ছেন বিছানায় বসে? সংসারে অমঙ্গল ডেকে আনছেন না তো আপনি

কী কী গাছ ঘরে রাখা শুভ জেনে নিন

১) তুলসী: তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পূজনীয়। তুলসী বাড়িতে রাখলে তা পবিত্রতা ও ইতিবাচক শক্তি আনে। বাড়ির পূর্ব, উত্তর-পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ রাখা শুভ।

২) মানিপ্ল্যান্ট: দক্ষিণ-পূর্ব কোণে মানিপ্ল্যান্ট রাখলে আর্থিক লাভ হয়। বাস্তু মতে, নীল পাত্রে মানিপ্ল্যান্ট রাখলে তা আরও ভালো ফল প্রদান করে।

ছটপুজোয় সূর্যদেব আশীর্বাদ পেতে চান?মেনে চলুন এই ৯টি বিশেষ টোটকা

৩) কলা গাছ: কলা গাছ অত্যন্ত পবিত্র ও শুভ। এটি উত্তর-পূর্ব দিকে রাখলে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে।

৪) লাকি ব্যাম্বু: বাড়ির পূর্ব বা দক্ষিণ-পূর্ব কোণে লাকি ব্যাম্বু রাখা বিশেষ শুভ। এটি শুধু বাড়িতেই নয়, অফিসেও সৌভাগ্য আনে।

৫)  অশোক: অশোক গাছ বাড়ির দুঃখ-কষ্ট দূর করে এবং উত্তর দিকে রাখলে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

৬) অর্কিড: অর্কিড গাছ বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রাখা উচিত। এটি নেতিবাচক শক্তি দূর করে, ঘরে ইতিবাচকতা বাড়ায়।

৭) গাঁদা: বাড়ির প্রবেশদ্বারের সামনে গাঁদা গাছ রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং বাস্তুদোষ দূর হয়।

রান্নায় বেশি হলুদ পড়ে গেলে কী করবেন? সহজ কৌশলে খাবারের স্বাদ করুন নিখুঁত!

৮) জেড: বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে জেড গাছ রাখা হয়, যা বাড়ির সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে এবং সমৃদ্ধির প্রতীক।

৯) ল্যাভেন্ডার: পূর্ব বা উত্তর দিকে ল্যাভেন্ডার গাছ রাখলে মানসিক চাপ কমে, বাড়ি সুগন্ধে ভরে ওঠে এবং পরিবেশ হয় শান্তিময়।

১০) জুঁই: জুঁই গাছের সুগন্ধ মন ভালো করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি উত্তর বা পূর্ব দিকে, অথবা দক্ষিণ জানালার পাশে রাখা যেতে পারে।

১১) পিওনি: দরজার দক্ষিণ-পশ্চিম পাশে পিওনি গাছ রাখতে পারেন। এটি ভালবাসার প্রতীক এবং পরিবারের সম্পর্ক মজবুত করে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর