বাস্তুদোষেই

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :অনেকে বাড়ি কেনার বা তৈরির আগে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলেন। আবার কেউ কেউ এই বিষয়টি গুরুত্ব দেন না। তবে বাস্তু শাস্ত্র মতে বাড়ির স্থাপত্য বা পরিকল্পনায় ভুল হলে তার প্রভাব পড়তে পারে জীবনযাত্রা, কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও। দীর্ঘস্থায়ী মানসিক টেনশন, আর্থিক সংকট, বা দাম্পত্য জীবনে সমস্যা—সব কিছুর পেছনেই বাস্তুদোষ থাকতে পারে। বর্তমানে ফ্ল্যাট সংস্কৃতিতে ঘরের অভ্যন্তরীণ স্থাপনায় অনেক পরিবর্তন এসেছে যা পূর্বের আয়তাকার ঘরগুলোর মতো নয়।

ভাইফোঁটায় বোনকে কি উপহার দেবেন ভাবছেন? রাশি অনুযায়ী কোন উপহার শুভ তা জেনে নিন

জানুন কি ভাবে বাস্তুদোষ কাটাবেন-

বাস্তুদোষ কাটাতে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে। যদি বাড়ির প্রধান দরজা উত্তর দিকে হয় এবং বাড়ির বায়ু কোণেও ঘর তৈরি করা থাকে তবে বাড়ির কর্তার আয়ের তুলনায় খরচ বাড়ে। অর্থকষ্টের সম্ভাবনাও থেকে যায়। এছাড়া ঈশান কোণে কোনও গর্ত বা জলের ট্যাঙ্ক থাকলে বাড়তে পারে মানসিক চাপ। ঈশান কোণ ছোট এবং অগ্নিকোণ বড় হলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও অসুস্থতা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে।

নভেম্বরে শনির প্রভাবে ভাগ্য বদল ঘটতে চলেছে এই ৫ রাশির জীবনে

জমির বায়ু কোণ উঁচু হলে উত্তর ও বায়ু কোণের মাঝখানে ঘর থাকলে শত্রুর সংখ্যা বাড়ে। বাড়ির কর্তা বারবার অসুস্থ হতে পারেন। আবার দক্ষিণ বা পশ্চিম দিকের জমি যদি নিচু হয় তবে আর্থিক সংকটের সম্মুখীন হওয়া এবং ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

পূর্ব দিক উঁচু বা নিচু হলে এবং দেওয়াল ঘেঁষে ঘর বা রাস্তা থাকলে বাড়ির সন্তানদের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া জমির উত্তর-পূর্ব কোণ নিচু এবং দক্ষিণ-পশ্চিম কোণ উঁচু হলে কন্যা সন্তানের জীবনে সুখ-শান্তির অভাব দেখা দেয়। পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর