ব্যুরো নিউজ,১৫ জানুয়ারি:বাংলায় এখন পর্যন্ত যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেস ধরতে হাওড়া স্টেশনেই যেতে হয়। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এই বিলাসবহুল ট্রেন চালানোর বিষয়ে রেলের পক্ষ থেকে সুখবর এসেছে। বহু যাত্রী এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন যে, শিয়ালদা থেকেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়া উচিত। এখন সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে।
কবে থেকে শুরু হবে?
প্রসঙ্গত, কাশীপুরে রেল ইয়ার্ড তৈরির কাজ চলছে এবং এখানে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ কাজও করা হবে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। তবে, এটি চালু হতে কিছুটা সময় লাগবে। এই প্রকল্পের বাস্তবায়ন হতে সময় লাগবে প্রায় ৩ মাস। এর ফলে শিয়ালদা স্টেশন থেকে যাত্রীরা দ্রুত এবং সুবিধাজনকভাবে বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারবেন।এছাড়া, হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেন চালানোর জন্যও কাজ চলছে এবং এটি শীঘ্রই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে শুধু যাত্রীদের সুবিধাই হবে না, রেলের আয়ও বাড়বে। ইতিমধ্যে বাংলার বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেছে।
চন্দ্রমৌলি বিশ্বাসের মৃত্যুতে রূপমের স্ত্রী কি বললেন?
হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-রাঁচি, নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে।বন্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং এর আরও সম্প্রসারণের কথা বলছেন যাত্রীরা। শিয়ালদা থেকে এই ট্রেন চালু হলে তা আরও সুবিধাজনক হবে, এমনটাই মনে করছেন তাঁরা।