ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:টলিউডের ইতিহাসে যে যুগটি সোনালি অক্ষরে লেখা তা হল উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যুগ। এই যুগের প্রতিটি ছবি ছিল দর্শকদের জন্য এক একটি অমূল্য রত্ন। তাঁদের পর্দার জুটি কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন, রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের রোমান্টিক পর্দার জুটি ছিল টলিউডের ইতিহাসে অন্যতম সেরা। তবে পর্দার বাইরে তাঁদের সম্পর্ক কেমন ছিল? এ প্রশ্ন সব সময় দর্শকদের মনে ছিল।
অবিশ্বাস্য ড্রোন যার উপর একজন ব্যক্তি বসে উড়তে পারবেন, কামাল দেখালেন ১২ শ্রেণির ছাত্র মেধাংশ
চিরকাল অমর হয়ে আছেন
গুজব ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেনের মধ্যে এক গোপন সম্পর্ক ছিল কিন্তু কোনোদিনই তাঁরা এই বিষয়ে কিছু বলেননি। তাঁদের সম্পর্কের রহস্য নিয়ে নানা কানাঘুষো ছিল তবে এসবের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। একসময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে বিরতি নেন তখন এই বিরতির এক অন্যতম কারণ হিসেবে উত্তম কুমারের কথা উঠে আসে। মনে করা হয়েছিল, উত্তম কুমারের সঙ্গে আর কাজ না করতে পারায় তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন।এ প্রসঙ্গে মুনমুন সেন, সুচিত্রা সেনের কন্যা, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন “মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে।” তিনি বলেন ১৯৭০ দশকের মাঝামাঝি সময়ে সিনেমার ধরন এবং গল্পে পরিবর্তন আসতে শুরু করেছিল।
বাবাকে নিয়ে ঠাট্টা করায় বেজায় চটে গেলেন কেন অভিষেক ?
সুচিত্রা সেন তখন কিছু পরিচালকের সাথে কাজ করতে অস্বস্তি অনুভব করতেন যাঁরা তার প্রিয় পরিচালকদের মধ্যে ছিলেন। তাদের প্রয়াণের পর সুচিত্রা বুঝতে পারছিলেন না কী ধরনের চরিত্রে অভিনয় করবেন। তারপরে উত্তম কুমারের মৃত্যুর পর তিনি সিনেমা থেকে অবসর নেন।তবে তার পরেও সুচিত্রা সেনের সেই কালজয়ী অভিব্যক্তি, সেই অম্লান রূপ আজও মানুষের মনে জীবন্ত। অভিনয়ের সোনালি যুগের এক অমূল্য রত্ন হিসেবে তিনি ইতিহাসে চিরকাল অমর হয়ে আছেন।