usha-uthup-questions-supreme-court-argument

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর:কলকাতার আরজি কর হাসপাতালে গত ৯ আগস্ট ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এমন পরিস্থিতিতে এক নতুন মোড় নিয়েছে এই মামলার শুনানি, যেখানে যুক্ত হয়েছেন প্রখ্যাত গায়িকা ঊষা উত্থুপ। যদিও কলকাতার সঙ্গে তার সরাসরি সম্পর্ক নেই, তবে তিনি মনেপ্রাণে শহর কলকাতাকে ভালোবাসেন। এই ঘটনা তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে সরাসরি প্রশ্ন তুলে দিলেন।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কি?

‘আপনি কোর্টে কেন নেই?’

মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে আরজি কর মামলার শুনানি চলছিল। কিন্তু তার আগের দিন রাতে, নারীশক্তি নিয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গায়িকা ঊষা উত্থুপ প্রধান বিচারপতির মুখোমুখি হন। ওই অনুষ্ঠানে ঊষা উত্থুপ এক মুহূর্তও সময় নষ্ট না করে প্রধান বিচারপতিকে প্রশ্ন করেন, ‘আপনি কোর্টে কেন নেই? আপনি এখানে কী করছেন? কলকাতার ধর্ষণ ও খুনের মামলার বিষয়ে কবে রায় দেবেন?’ প্রধান বিচারপতি এই প্রশ্ন এড়িয়ে যাননি বরং ধৈর্য ধরে গায়িকার প্রশ্নের উত্তর দেন।এছাড়া, ওই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, ঊষা উত্থুপ গান গাইছেন এবং প্রধান বিচারপতি ও তার সহধর্মিণী মুগ্ধ হয়ে শুনছেন। কিছুক্ষণ গান গাওয়ার পর প্রধান বিচারপতিকে গাইতে জোর করেন ঊষা উত্থুপ, এবং প্রধান বিচারপতি তার আবদার মেনে নেন। এই ভিডিওতে তাদের মধ্যে হাসি-ঠাট্টার এক অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে।

জগিং করেও ফল পাচ্ছেন না ? এই ৭টি সাধারণ ভুল এড়িয়ে চলুন

এর আগে ৯ আগস্ট ভোর রাতে কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণী ধর্ষণের শিকার হন এবং পরবর্তীতে হত্যা করা হয়। পরদিন সকালে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি সিবিআইয়ের হাতে স্থানান্তরিত হয়। সিবিআই এখন পর্যন্ত এই মামলার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সহ অন্যান্য কর্মকর্তাদের গ্রেফতার করেছে।চিকিৎসক তরুণীর মৃত্যুর বিচার চেয়ে গত ৩৮ দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তবে আন্দোলন উঠবে কি না, তা নির্ভর করছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উপর।মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা বাস্তব। তবে তা্র চিঠিটি গোপন রাখা হবে।’ পাশাপাশি, সিবিআইয়ের স্টেটাস রিপোর্টকে ‘ডিস্টার্বিং’ উল্লেখ করেছেন তিনিএই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে চলা আলোচনা ও ঊষা উত্থুপের প্রশ্নগুলি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, এবং মামলার নতুন মোড় এনে দিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর