অভিনেত্রী অহনা দত্তের

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে মিশকার চরিত্রে অভিনয় করা অহনা দত্ত অক্টোবর মাসে ২৯০টিরও বেশি শো পেয়েছিলেন। কিন্তু নভেম্বরেই বদলে গেছে ছবিটি। এবার মাত্র দু’টি অনুষ্ঠানের সুযোগ পেয়ে এক অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন অহনা। তিনি দাবি করেন ওই আয়োজক তাকে কাজ না দেওয়ার হুমকি দেন এবং চুক্তিপত্র থেকে মুক্তি দিতে অস্বীকার জানান।

সুখেন্দুশেখর রায়ের রাজ্যসভায় আসন বদল, তৃণমূলের সঙ্গে কি দূরত্ব বাড়ল?

কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন আয়োজক

অহনা জানান গত দুই বছর ধরে তিনি অন্য আয়োজকের সঙ্গে কাজ করেছেন। এবং তার সঙ্গে কোনও সমস্যা ছিল না। তবে চলতি বছর তিনি নতুন আয়োজকের সঙ্গে চুক্তিবদ্ধ হন কিন্তু শুরু থেকেই নানা সমস্যা দেখা দেয়। অহনা অনুষ্ঠানের আয়োজকের কাছে বিষয়টি তুলে ধরতে চান। তবে আয়োজক অভিযোগ করেন যে অহনার দর্শকপ্রিয়তা ততটা নেই এবং তার কারণে অনুষ্ঠান আয়োজনে লাভ হচ্ছে না। অহনার কাছে এটা অস্বাভাবিক মনে হয় কারণ আগের আয়োজক কখনও এমন অভিযোগ করেননি।অহনা তার সমস্যা আয়োজকের কাছে তুলে ধরার জন্য যোগাযোগ করেন কিন্তু আয়োজক তাকে কাজ না দেওয়ার হুমকি দেন এবং তার জনপ্রিয়তার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেন। এই পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রতিবাদ জানান। এরপরেই আয়োজকের আচরণ বদলে যায় এবং তিনি অহনাকে চুক্তিপত্র থেকে মুক্তি দেন তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধও করেন।

কাটোয়ার নরহরি মেলায় বিখ্যাত রসবালিশের মিষ্টি , এই মিষ্টির আকার আর দাম শুনলে অবাক হবেন

অহনা অভিযোগ করেন যে আয়োজক খুবই প্রভাবশালী এবং খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেন তাই তিনি নতুন আয়োজকের কাছে কাজ করার আগ্রহ দেখেছিলেন। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর আয়োজক তার আচরণের জন্য ক্ষমা চেয়ে তাকে চুক্তিপত্র মুক্তি দেন।

https://www.youtube.com/live/aQ0US6hRw74?si=qZES1GCCRpM7wrxP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর