ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টি বুথ ক্যাপচারিং এর অভিযোগ তুলছে। সমাজবাদী পার্টির সংসদ অবধেশ প্রসাদ অভিযোগ করছে যে অযোধ্যার পুলিশ তারা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে, তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই নিয়ে তারা নির্বাচন কমিশনের দপ্তরে রিপোর্ট পাঠিয়েছে। প্রসঙ্গত অবধেশ প্রসাদের ছেলেই এই নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী। বুথ নম্বর ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ এ ভোট লুট হচ্ছে এই অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব । যদিও সেখান থেকে সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই ধরনের কোন ঘটনাই ঘটছে না। আসলে সমাজবাদী পার্টি তাদের এই সিট ধরে রাখতে পারবে না সেটা বুঝতে পেরেই এই মিথ্যে প্রচার শুরু করেছে।