ব্যুরো নিউজ, ৫ ফেব্রুয়ারি: আগে শুধুমাত্র সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহার করা হতো। তবে এবছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকবে ওই ইউনিক সিরিয়াল নম্বর।
প্রশ্নফাঁস রুখতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পদক্ষেপ
রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহার করা হয়েছে। তার অনুরূপ উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও ওই নম্বর ব্যবহার করা হবে।
হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিলো চাঁদমণি বাস্কে!
ইউনিক সিরিয়াল নম্বরটি লেখা থাকবে প্রতিটি প্রশ্নপত্রের ডানদিকের ওপরে। প্রতিটি পরীক্ষার্থীকে ওই নম্বর তার উত্তরপত্রে লিখতে হবে। এমনকি হাজিরা খাতাতেও ওই নম্বর লিখতে হবে।
সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে, পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রে এই কোড নম্বরটি সঠিক জায়গায় লিখছে কিনা সেইটা দেখার দায়িত্ব ইনভিজিলেটরের। তিনি নম্বরটি লেখা হয়েছে কিনা তা যাচাই করে উত্তরপত্রে তার সাক্ষর করবেন। প্রশ্নফাঁস রুখতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। ইভিএম নিউজ