দ্রুততম পেসার উমরান মালিক আইপিএল থেকে ভারতীয় জাতীয় দলে ফিরতে মরিয়া

ব্যুরো নিউজ,২৭ নভেম্বর:আইপিএলে দ্রুততম পেসারের তকমা পাওয়া উমরান মালিক গত বছর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে ক্রিকেটবিশ্বে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদে খেলতে খেলতে জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসার রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তার পর ভারতীয় জাতীয় দলের হয়ে সুযোগও পান। তবে শুধু গতি দিয়েই যে সফলতা আসে না, তা আন্তর্জাতিক ক্রিকেটে খেলে বুঝে গেছেন উমরান। যদিও বেশ কিছু উইকেট পেয়েছিলেন, কিন্তু রানও দিয়েছিলেন অনেক। তাই নিজেকে আরও উন্নত করার জন্য কাজ শুরু করেন তিনি।

দূষণের মাত্রায় দেশের রাজধানী দিল্লিকেও ছাড়িয়ে গেল দুর্গাপুর।

নতুন যাত্রা শুরু


এবার, আইপিএলের মহানিলামে কলকাতা নাইট রাইডার্স ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় ভারতের দ্রুততম পেসারকে। উমরান জানিয়েছেন, কেকেআর-এর শিবিরে খেলাটা তার জন্য বিশেষ এক স্বপ্নপূরণ। কেকেআরের বোলিং কোচ বি অরুণ তার প্রশংসক এবং প্রশিক্ষক। উমরান বলেন, ‘শাহরুখ খান স্যরের ভক্ত ছিলাম ছোটবেলা থেকেই। হায়দরাবাদের হয়ে খেলার সময় শাহরুখ স্যর আমাকে প্রশংসা করেছিলেন, এবং এবার তার দলের হয়ে খেলতে পারা আমার জন্য আনন্দের বিষয়।’ উমরান আশা করেন, কেকেআরের জার্সিতে তিনি নিয়মিত একাদশে সুযোগ পাবেন এবং ইডেন গার্ডেনের দর্শকদের উৎসাহ তাকে আরও তাতিয়ে দেবে।প্রস্তুতির কথা বলার সময় উমরান আরও জানান, গতির পাশাপাশি বোলিংয়ে বৈচিত্র্য বাড়ানোর উপর কাজ করছেন তিনি। ‘অরুণ স্যরের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। গতির পাশাপাশি সুইং, স্লোয়ার, অফকাটার ও লেগকাটারের মতো বৈচিত্র্য আমি ইতিমধ্যেই শিখেছি।’ তার মতে, এখন আর শুধু গতি নয়, বরং একাধিক ধরনের বোলিং করে তিনি আরও পরিণত হয়েছেন।

সংবিধান দিবসে রাজনৈতিক উত্তাপঃ রাষ্ট্রপতি ও যোগী আদিত্যনাথের বক্তব্যে বিতর্ক

যদিও বর্তমানে ভারতীয় দলের স্কোয়াডে উমরান নেই, কিন্তু তিনি মনে করেন, কেকেআর-এর হয়ে ভালো পারফরম্যান্স করলে আবার জাতীয় দলে জায়গা পেতে পারেন। ‘মায়াঙ্ক যাদব ভাল বল করছে, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে। আমিও শুরুতে ভালো খেলেছি, কিন্তু কিছু চোটে পিছিয়ে পড়ি। তবে আমি আশা হারাচ্ছি না। আইপিএল-ই আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে এসেছিল। আবারও ভালো খেলতে চাই এবং জাতীয় দলে ফিরে যেতে চাই,’ বললেন উমরান।এখন তিনি নতুন উদ্যমে কলকাতা নাইট রাইডার্সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। তার লক্ষ্য, ভারতের জাতীয় দলে ফিরে আসা এবং আইপিএল থেকেই তার নতুন যাত্রা শুরু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর