ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:মুম্বইয়ের আন্ধেরি এলাকার স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে সোমবার রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক উদিত নারায়ণ এই ভবনে থাকেন। সূত্রের খবর অনুযায়ী, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর প্রথমে বহুতলের বাসিন্দারা ফায়ার ব্রিগেডকে জানান এবং সেসময় দমকলকর্মীরা জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান। তবে, গায়ক উদিত নারায়ণ ও তার পরিবার অক্ষত আছেন।
শুক্রের মালব্য রাজযোগঃ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের সময়। জেনে নিন কোন কোন রাশি
কি ঘটেছিল?
জানা যায়, আগুনটি স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের ১১ তলায় লেগেছিল। গায়ক উদিত নারায়ণ থাকেন ওই ভবনের ৯ তলায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ১১ তলায় একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল, আর সেখান থেকেই পর্দায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়েছিল। যদিও বাড়ির গৃহকর্তী তা টের পেয়ে নিরাপত্তারক্ষীকে খবর দেন, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।আগুন লাগার পর দীর্ঘ সময় চেষ্টা করেও দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গায়কের এক প্রতিবেশী রাহুল মিশ্রের মৃত্যু ঘটে। তিনি ১১ তলায় থাকতেন এবং আগুনের প্রভাবে গুরুতর আহত হন। দ্রুত তাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গ একসাথে একজনের শরীরে কে ইনি?
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই অগ্নিকাণ্ডের কিছু ভয়াবহ দৃশ্য দেখা যায়, যেখানে ১১ তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এখনও সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের পক্ষ থেকে এই ঘটনায় কোনও বিবৃতি মেলেনি।প্রসঙ্গত, গত মাসে, ২৪ ডিসেম্বর, আরেকটি একই ধরনের ঘটনা ঘটেছিল সঙ্গীতশিল্পী শান-এর বাড়িতেও। বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টের ১১ তলায় আগুন লেগেছিল এবং তার বাড়ির ৭ তলায় তা ছড়িয়ে পড়েছিল। সেসময়ও আগুন লাগার কারণ ছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তবে, দ্রুত দমকলের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।