ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি:কিছুদিন আগে, উদিত নারায়ণের একটি ঘটনা দেশজুড়ে শোরগোল ফেলে দেয়। শো করতে গিয়ে এক মহিলা অনুরাগীকে উদিত নারায়ণ ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে ফেলেন, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে, এটা তার একমাত্র চুমু কাণ্ড ছিল না। একাধিক তরুণীকে চুমু খেতে দেখা গেছে সঙ্গীতশিল্পীকে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে উদিত নারায়ণ কখনও অলকা ইয়াগনিক, কখনও শ্রেয়া ঘোষাল, এমনকি অন্য শিল্পীদেরও অপ্রস্তুত করে চুমু খেতে দেখা যায়।
১৯ ফেব্রুয়ারি শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্ম জয়ন্তী পালন
‘দ্য রোশনস’
এই বিতর্কের মাঝে, উদিত নারায়ণ সম্প্রতি যোগ দেন ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্য উদযাপনে। সেখানে এক পাপারাৎজি রসিকতা করে সঙ্গীতশিল্পীকে বলেন, “স্যার, এক চুমু হো যায়ে?” তবে, উদিত নারায়ণ এ ধরনের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু হাসলেন এবং ভিতরে চলে যান। কিন্তু গায়ক যে একেবারে রেগে যাননি, সেটা বোঝা যায় যখন তিনি এক পাপারাৎজির অনুরোধে তার জনপ্রিয় গান “পাপা ক্যাহতে হ্যায়” গেয়ে শোনান।
এই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে শেয়ার হয় এবং সেখানে এক রেডিট ব্যবহারকারী মন্তব্য করেন, “এটা খুব মজার মনে হচ্ছে! ততক্ষণই মজা যতক্ষণ না উনি কোনও পাপারাৎজিকে ধরে চুমু দিচ্ছেন!” কিছু ব্যবহারকারী আবার মশকরা করে মন্তব্য করেন, “এটা কি সিনেমা নাকি?” অন্য একজন লিখেছেন, “আমি তো ভেবেছিলাম, উনি চলে যাওয়ার আগে হয়ত কাউকে ধরে চুমু খেয়ে বসবেন।” কেউ আবার মন্তব্য করেন, “পিছনের মহিলাটাও একটু চিন্তিত মনে হচ্ছিল, হয়তো উনি ভাবছিলেন, উদিতজি হয়ত ওনাকেও চুমু খেয়ে বসবেন!”
কাশী তামিল সঙ্গম ২০২৫ঃ ঐতিহ্য, সংযোগ ও আধ্যাত্মিকতা
এর আগে চুমু বিতর্কের পর উদিত নারায়ণ প্রতিক্রিয়া জানান। তিনি বলেছিলেন, “আমি জীবনের এই পর্যায়ে এসে কেন এমন কিছু করব? এত কিছু অর্জন করার পর কেন এমন কাজ করব? আমার এবং আমার অনুরাগীদের মধ্যে গভীর, খাঁটি এবং অটুট সম্পর্ক রয়েছে। যে ভিডিয়োটি স্ক্যান্ডাল বলা হচ্ছে, সেটা আসলে আমার এবং আমার অনুরাগীদের মধ্যে ভালোবাসার প্রকাশ। ওঁরা আমাকে ভালোবাসেন, আর আমি তাদের আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দিই।”