উদিত নারায়ণের চুমু কাণ্ডঃ বিতর্কে জড়িয়ে পড়লেন অভিজিৎ ভট্টাচার্যও

ব্যুরো নিউজ,৩ ফেব্রুয়ারি:সম্প্রতি মঞ্চে গান গাওয়ার সময় এক তরুণীকে ঠোঁটের চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। এই ঘটনার পর নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু করেছেন। তবে চুমু কাণ্ডের মাঝে উদিত নারায়ণের বন্ধুও বেজায় আলোচনায় আসেন। গায়ক অভিজিৎ ভট্টাচার্য তার বন্ধু উদিতকে ‘খিলাড়ি’ বলে আখ্যা দিয়েছেন, আর সেটি নিয়েও নতুন বিতর্কের জন্ম হয়েছে।ঘটনাটি ঘটে এক মঞ্চে, যখন উদিত নারায়ণ গান গাইছিলেন। এক মহিলা অনুরাগী সেলফি তুলতে এসে প্রথমে উদিতের গালে চুমু দেন, আর এরপরেই উদিত নারায়ণ ওই মহিলার ঠোঁটে চুমু খেয়ে ফেলেন।

ভারতের দুর্দান্ত জয়ঃ অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৫০ রানে হারাল ভারত

সমালোচনা

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তাকে বেজায় সমালোচনা করতে শুরু করেন। বর্ষীয়াণ গায়কের এই আচরণ অনেককেই অসংলগ্ন মনে হয়েছে।এদিকে, এই ঘটনার পর, অভিজিৎ ভট্টাচার্য এক পোস্টে উদিত নারায়ণকে ‘খিলাড়ি’ বলে আখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে মঞ্চে গান গাওয়ার কিছু পুরনো ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশন দেন, “বন্ধু আমার খিলাড়ি, আর আমি হলাম আনাড়ি।” এই পোস্টে হাসির ইমোজি দিয়ে অভিজিৎ এক ধরনের মজা করেছেন। তবে নেটিজেনরা এর পর তার সমালোচনা শুরু করেন।

কিছু জন বলছেন, অভিজিতের এমন মন্তব্য উদিতের চুমু খাওয়ার বিষয় নিয়েই করা হয়েছে। অনেকেই অভিজিতকে ‘ভীমরতী’ বলে কটাক্ষও করেছেন।এছাড়া, এই ভিডিয়ো কমেন্টে অনেক নেটিজেনই বিভিন্ন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, “অভিজিৎ স্যারেরও চুমু চাই।” আবার অন্য একজন লেখেন, “পুরো মজা আপনি নিচ্ছেন।” কিছু জনের মতে, এই মন্তব্যে অভিজিতের মধ্যে কিছু আক্ষেপও প্রকাশিত হয়েছে, যেন তিনি বোধ হয় এমনভাবে চুমু খেতে পারেননি।

উদিত নারায়ণের এক তরুণী অনুরাগীকে চুম্বন করার ঘটনায় মমতাশঙ্করের প্রতিবাদ

এদিকে, উদিত নারায়ণ এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, “অনুরাগীরাই আসলে পাগল হয়ে যান। আমরা ভদ্র মানুষ, এটা কেবল ভালোবাসার প্রকাশ।” উদিতের মতে, এমন পরিস্থিতিতে তার দেহরক্ষীরা উপস্থিত থাকেন, কিন্তু কিছু অনুরাগী নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন আচরণ করেন। উদিত নারায়ণ মনে করেন, এরকম ঘটনার গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ এটা শুধুমাত্র ভালোবাসার প্রকাশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর