ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর :উত্তরপ্রদেশের বহরাইচে নেকড়ের আতঙ্ক কাটতে না কাটতেই রাজস্থানের উদয়পুরে চিতাবাঘের আতঙ্ক আরও বেড়ে উঠেছে। গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ উদ্বেগ। বুধবার উদয়পুরের উনদিথাল গ্রামের ১৬ বছর বয়সি কিশোরী কমলা ছাগল চড়াতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। রাতের অন্ধকারে বাড়ি না ফেরার পর গ্রামবাসীরা খোঁজ শুরু করে, কিন্তু বৃহস্পতিবার সকালে জঙ্গলের মধ্যে কমলার মৃতদেহ পাওয়া যায়। তারা দাবি করেন, কমলাকে চার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল।
বিদ্যাসাগর সেতুর ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারালেন এক ট্রাক চালকের
আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর
ধোনির রেকর্ডে ভাগ বসালেন ক্রিকেটার ঋষভ পন্থের
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই, বৃহস্পতিবার ভেড়িয়া গ্রামের বাসিন্দা খেমারাম তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় চিতাবাঘের শিকার হন। তার ছেলে পালাতে সক্ষম হলেও খেমারামকে টেনে জঙ্গলে নিয়ে যায় চিতাবাঘ। পরে গ্রামবাসীরা গিয়ে দেখেন, খেমারাম মৃত অবস্থায় পড়ে আছেন এবং তাঁর ঘাড়ে কামড়ের দাগ রয়েছে।
বাংলাদেশে চাকমাদের গণহত্যার অভিযোগ উত্তেজনার আবহে মানবাধিকার সংকট
কমলা ও খেমারামের মৃত্যুর পর আতঙ্কিত গ্রামবাসীরা পথ অবরোধ করেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী চিতাবাঘের খোঁজ শুরু করেছেন। স্থানীয়রা দাবি করছেন, একটি মানুষখেকো চিতাবাঘ গ্রামে ঘুরছে, তবে এর সংখ্যা সম্পর্কে এখনও সঠিক তথ্য নেই।