ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা গেছে মরুভূমিতে পথ হারানো দুই পর্যটক উবার অ্যাপে উট ডাকছেন, যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।আমরা উবের বাইক,উবের অটো, উবের কেব শুনেছি, কিন্তু উবেরের মাধ্যমে উট রাইড একদম আমাদের কাছে আশ্চর্যজনক এক ব্যাপার।
দুবাইয়ে এই বিশেষ সুবিধা
আজকের দিনে, মোবাইল অ্যাপের মাধ্যমে উবারে উট ডেকে ফেললেই তারা পৌঁছে আপনাকে। আসুন জেনে নিই কোথায় চালু আছে ব্যবস্থা ।তবে কি উবার সত্যিই মরুভূমিতে উট ডাকার সুবিধা দিচ্ছে? এই প্রশ্নে অনেকেই হতবাক। তবে জানা গেছে, এ বিশেষ পরিষেবা আপাতত শুধুমাত্র দুবাইয়ের মরুভূমিতে পর্যটকদের জন্য উপলব্ধ। দুবাইয়ে একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে উবারের বিশেষ চুক্তিতে এই পরিষেবা চালু করা হয়েছে। পর্যটকরা সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেই উবারে উট তলব করতে পারবেন।
ভারতীয় পর্যটকদের প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমিতে কবে চালু হবে এই পরিষেবা? তবে আপাতত সে সম্ভাবনা নেই।