Loksabha 2024 Re-Poll

ব্যুরো নিউজ, ২৩ মে : লোকসভা নির্বাচনের আর দুদফা বাকি রয়েছে। তার আগেই রাজ্য প্রশাসনে বদল ঘটালো নির্বাচন কমিশন। সপ্তম দফায় আগামী ১ জুন উত্তর ও দক্ষিণ কলকাতায় নির্বাচন। তার আগেই এই বদল। অপসারণ করা হল উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) দিব্যা লোঙ্গানাথন এবং কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কামালকে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই দুই আধিকারিক নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি এও জানানো হয়েছে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত নয় এরকম কোনও পদে তাদের নিয়োগ করতে হবে। একই সঙ্গে ওই দুটি পদে নিয়োগ করার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে তিন জন করে আইএস অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশি সাংসদের মৃত্যুতে সামনে এল ভয়ঙ্কর তথ্য! কি সিসিটিভি ফুটেজে মিলেছে?

নির্বাচনী কাজ থেকে অপসারণ কমিশনের

অন্যদিকে দুজন আইএস অফিসারকে কেন হঠাৎ করে বদলি করা হল তা স্পষ্ট নয়। তবে এর আগে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন যে সমস্ত আধিকারিকদের সরিয়ে দিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। এই প্রথম কোন জেলা নির্বাচন আধিকারিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল।

BJP Helpline

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্য পুলিশের ডিজিকেও সরানো হয়েছিল। সম্প্রতি সরানো হয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিককে। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। পুরুলিয়ার পুলিশ সুপার পদে আশিস মৌর্যকে এবং কন্টাইয়ের এসডিপিও হিসেবে আজহারউদ্দিন খানকে নিয়োগ করা হয়। এখন দেখার এই দুই পদে কাদের নিয়োগ করা হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর