ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:কলকাতা থেকে খুব সহজেই একদিন বা দু’দিনের জন্য ঘুরে আসার আদর্শ জায়গা হল পুষ্পবন ও দেউলটি।
পুষ্পবন, ডায়মন্ড হারবার
ডায়মন্ড হারবারের পুষ্পবন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। কলকাতা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই জায়গায় আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কয়েক ঘণ্টা কাটাতে পারবেন। পুষ্পবনের কাছেই রয়েছে দুটি ঐতিহাসিক কেল্লার ধ্বংসাবশেষ। পর্তুগিজ ও ব্রিটিশ আমলে তৈরি এই কেল্লাগুলি ঐতিহাসিক কৌতূহলীদের জন্য আকর্ষণীয়।
কলকাতার একেবারে কাছেই ঘুরে আসুন একদিনের জন্য বাঁকিপুটের শান্ত পরিবেশে
দেউলটি
প্রকৃতির কোলঘেঁষা দেউলটি পিকনিক বা গ্রাম্য পরিবেশে সময় কাটানোর জন্য উপযুক্ত। কলকাতা থেকে মাত্র ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান সহজেই গাড়ি বা ট্রেনে পৌঁছানো যায়। এখানে পুকুরের তাজা মাছ ও গাছ থেকে সদ্য পাড়া নারকেলের স্বাদ নিতে পারেন।
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখে আসার সুযোগও পাবেন। পাশাপাশি রূপনারায়ণ নদী ও রাধা-মদনগোপালের মন্দিরও ঘোরার মতো।
থাকার জন্য রয়েছে প্রান্তিক রিট্রিট।