ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :ভ্রমণপিপাসু বাঙালির জন্য ঘোরার কোনও নির্দিষ্ট মরসুমের প্রয়োজন পড়ে না। তবে ঠান্ডা পরিবেশ খোঁজার প্রবণতা বাড়ে। যদি উত্তরবঙ্গের কোনও অফবিট জায়গায় যাওয়ার পরিকল্পনা করেন, কালিম্পং-এর নিকটে অবস্থিত ডুকা ভ্যালি হতে পারে আদর্শ গন্তব্য। খুব অল্পসংখ্যক মানুষই এই স্বর্গীয় স্থান সম্পর্কে জানেন। প্রকৃতির কোলে সবুজে ঘেরা এই স্থানটি নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
ডুকা ভ্যালিতে কীভাবে যাবেন?
ডুকা ভ্যালি কালিম্পংয়ের আলগাড়া থেকে মাত্র ১১ কিমি দূরে অবস্থিত। এই ছোট্ট গ্রামে কয়েকটি হোমস্টে আছে যেখানে আপনি প্রকৃতির মাঝে কয়েকটা দিন অনায়াসে কাটাতে পারবেন। চোখে পড়বে সবুজে ঢাকা পাহাড়ের সারি। ডুকা ভ্যালি থেকে লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা ও মারুনগাঁওয়ের মতো চমৎকার স্থান ঘুরে আসার সুযোগ রয়েছে।
পাহাড়, নদী, চা-বাগান এবং বন্যপ্রাণ সবই উপভোগ করতে চান ? ঘুরে আসুন ডুয়ার্স, এক ভিন্ন সড়কপথে
নিউ জলপাইগুড়ি (এন.জি.পি) থেকে রিজার্ভ গাড়ি নিয়ে সরাসরি পৌঁছাতে পারেন ডুকা ভ্যালিতে। তবে শেয়ার গাড়ির সংখ্যা খুবই কম। রিজার্ভ গাড়ি ভাড়ার আনুমানিক খরচ হবে ৩৫০০/- টাকা।
জঙ্গলে বন্য পশুপাখি দেখার শখ যদি থাকে, শীতের ছুটিতে ঘুরে আসুন ওড়িশার সিমলিপাল।
ডুকা ভ্যালির হোমস্টেগুলিতে মাথাপিছু দৈনিক খরচ পড়বে ১,৫০০/- টাকা। যাতে থাকা ও সকল মিলের ব্যবস্থা থাকবে।
শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য ডুকা ভ্যালি হতে পারে আপনার উপযুক্ত ঠিকানা।