জি বাংলার নতুন চমক! ‘তুই আমার হিরো’-র প্রোমোয় সুপারস্টার দেব!

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’, যা ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে। নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে রুবেল দাস ও মোহনা মাইতিকে। তবে এই সিরিয়ালের প্রোমোতে এক বিশেষ চমক রয়েছে, যা দর্শকদের অবাক করেছে!

এপ্রিল মাসে মঙ্গলের গোচর! ভাগ্য খুলতে চলেছে এই ৩ রাশির

প্রোমোতে কেন সুপারস্টার দেব?

৫ মার্চ প্রকাশিত নতুন প্রোমোতে হঠাৎ দেখা গেল সুপারস্টার দেবকে! তিনি ক্যামেরার সামনে এসে বললেন,
“দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না। স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, পরীক্ষা… তবু প্রতিশ্রুতি নিয়েছিলাম, হেরে যাব না। একদিন সব বদলে গেল, আর আপনারা বললেন – তুই আমার হিরো!”এই দৃশ্য দেখে অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি এই সিরিয়ালে দেব অভিনয় করছেন?

আসল সত্যি কী?

দেবের বক্তব্য শেষ হতেই ক্যামেরায় দেখা যায় সিরিয়ালের মূল নায়ক রুবেল দাস ওরফে ‘শাক্যজিৎ’। দেব বলেন,
“সুপারস্টার শাক্যজিৎ-এর গল্পটাও আমার মতোই। বাইরে থেকে সুপারস্টার হলেও ভিতরে ভিতরে আজও পাড়ার মোড়ের আড্ডা, ফুচকা, ফুটবল মিস করে।”এরপর দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রুবেল ও নায়িকা মোহনা মাইতি। দেব মজা করে বলেন, “সুপারস্টারের সুপারহিট গল্পে হিরোইন থাকবে না, তা আবার হয় নাকি?”

২০২৫ সালে তিনবার রাশি পরিবর্তন করবেন বৃহস্পতি! জেনে নিন আপনার রাশিতে এর প্রভাব

প্রোমো দেখে দর্শকদের প্রতিক্রিয়া

প্রোমো প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই প্রথমে ভেবেছিলেন, দেব হয়তো সিরিয়ালের অংশ! পরে বোঝা যায়, এটি শুধুমাত্র প্রচারের জন্য তৈরি একটি বিশেষ ভিডিও।

সুতরাং, দেব সিরিয়ালে থাকছেন না, তবে তার উপস্থিতি নতুন ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে। শাক্য ও আরশির প্রেমের গল্প ‘তুই আমার হিরো’ দেখতে মুখিয়ে আছেন দর্শকরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর