ট্রাম্পের ফোন পুতিনকে

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের এস্টেট থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন ট্রাম্প। তিনি ইউক্রেনের পরিস্থিতি আরও জটিল না হওয়ার জন্য পুতিনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতি যথেষ্ট, আর এই পরিস্থিতিতে তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে চান।

ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না

শান্তি আলোচনায় বসতে প্রস্তুত

একটি সূত্র জানায়, ট্রাম্প পুতিনকে বার্তা দিয়েছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য তিনি সহযোগিতা করতে প্রস্তুত। এই যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলছে।যুদ্ধের ফলে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে্ন এবং আহত হয়েছেন। গত এক বছরে প্রায় ১০ লাখ মানুষ নিহত এবং আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।নির্বাচনে প্রচার চলাকালে ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি জয়লাভ করলে প্রথম কাজ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের ফোন করে শান্তি প্রক্রিয়ার জন্য আলোচনা শুরু করবেন। ট্রাম্প বলেছিলেন, ‘আমি শান্তি আনতে চেষ্টা করব। নির্বাচনে জিতলেই আমি পুতিন এবং জেলেনস্কিকে ফোন করব এবং বলব, আপনাদের চুক্তি করতে হবে।’

শুভেন্দু অধিকারীঃ’৪৫ হাজার কোটি টাকার হিসাব দিন, বাড়ির টাকা কোথায় গেল?’ প্রশ্ন তৃণমূল সরকারকে

ট্রাম্প বলেছিলেন, ‘ইতিহাসের সেরা সেলসম্যান হলেন জেলেনস্কি। তিনি যখনই আমাদের দেশে আসেন, তখন ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান।’ ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে তিনি জেলেনস্কির প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন, যিনি নির্বাচনে জো বাইডেনের সমর্থক ছিলেন।এদিকে, নির্বাচনে জয়ের পর পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানান এবং বলেন যে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। সোচি থেকে দেওয়া এক বিবৃতিতে পুতিন বলেছেন, ‘আমি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর