ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :শীতকালে ঘুরতে যেতে চান? কিন্তু কোথায় যাবেন এখনও বুঝে উঠতে পারছেন না। তাহলে এবার ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে। একসময় যা মাওবাদী প্রভাবিত অঞ্চল বলে পরিচিত ছিল। এখন পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। শীত এলেই কলকাতা সহ নানা স্থান থেকে পর্যটকরা ভিড় জমান এখানে। জায়গাটির খ্যাঁদারানির ধার, ঘাঘরার পাড়, এবং ঘন শালের জঙ্গলে ঘেরা অঞ্চল শীতকালে হয়ে ওঠে পিকনিকের আদর্শ স্থান।
কাজের ব্যাস্ততার মধ্যে প্রাণভরে নিঃশ্বাস নিতে দুদিনের ছুটিতে ঘুরে আসুন পুরুলিয়ার গড়পঞ্চকোট
কী কী দেখবেন সেখানে গিয়ে জেনে নিন
বেলপাহাড়ির জঙ্গলে লুকিয়ে রয়েছে নানা প্রাচীন গুহা, জলাধার ও মনোরম ঝর্ণা। বেলপাহাড়ির আকর্ষণগুলির মধ্যে অন্যতম গাড়রাসিনী পাহাড়। পাহাড়ে চড়ে একটি পাথুরে রাস্তা দিয়ে গেলে দেখতে পাবেন ছোট্ট বাসুদেব মন্দির, যেখানে পর্যটকরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। বাসুদেব মন্দিরের পাশ দিয়ে উঠলে আরও একটি মন্দির রয়েছে, যা পাহাড় চূড়ায় অবস্থিত। এখান থেকে চারপাশে ছড়িয়ে থাকা সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে শহুরে ক্লান্তি দূর হবে সহজেই।
শীতকালের ছুটিতে ঘুরে আসতে পারেন পাহাড় জঙ্গলে ঘেরা ওড়িশার সিমলিপাল
ঘাঘরা জলপ্রপাত এবং তারাফেনি জলাধার দেখতে সবচেয়ে সুন্দর। বেলপাহাড়ি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঘরা জলপ্রপাতের প্রবল জলরাশির দৃশ্য মন ভরিয়ে দেবে। আর তারাফেনির জলাধারের স্বচ্ছ জল এবং ঘন সবুজ বেষ্টিত পরিবেশ একটি মনোরম অভিজ্ঞতা প্রদান করে।
খ্যাঁদারানি হ্রদও বেলপাহাড়ির আরেকটি আকর্ষণ। পড়ন্ত বিকেলে হ্রদের পাশে দাঁড়িয়ে সেতু থেকে সূর্যাস্তের দৃশ্য এক অভাবনীয় অনুভূতি জাগায়। এ ছাড়াও, বেলপাহাড়ি থেকে চাতন পাহাড় ঘুরে আসা যায়। এই পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তোলে।
শীতের ছুটিতে ঘুরে আসুন সবুজে ঘেরা ডুকা ভ্যালিতে
প্রাচীন ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে কাঁকড়াঝোরের তিনটি প্রাগৈতিহাসিক গুহা। এই গুহাগুলোর জনশ্রুতি মোতাবেক প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন বলেই বিশ্বাস করা হয়। তালবেড়িয়া জলাধার ও মকুটমণিপুরও কাছাকাছি হওয়ায় ঘুরে দেখা যেতে পারে।
কলকাতা থেকে বেলপাহাড়ি ২০০ কিলোমিটার দূরে।হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছে যান। সেখান থেকে ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ঢাঙিকুসুমের দূরত্ব ৫২ কিলোমিটার। সেখান থেকে গাড়ি ভাড়া করে বা বাসেও বেলপাহাড়ি পৌঁছানো যায়। এইবার ঘুরে আসুন সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য ঝাড়গ্রামের বেলপাহাড়ি দিয়ে।