ব্যুরো নিউজ, ১ জুন : আজ ভোট সপ্তমী। এদিন দমদম, বারাসাত, জয়নগর, যাদবপুর, ডায়মন্ডহারবারের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহন রয়েছে। তবে সকাল থেকেই একেক জায়গায় একেক কেন্দ্রে ও বুথে অশান্তির ছবি সামনে এসছে। আর তাঁর জেরেই উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গের ভোট রাজনীতি। আর এর মধ্যেই তৃণমূলের ফের এক ‘ভুয়ো এজেন্ট’-কে ঘিরে শোরগোল।
জয়নগরে অশান্তি! বিজেপি এজেন্টকে ব্যপক মারধর! জলে ফেলা হল ইভিএম
১ জুন লোকসভা ভোটের শেষ দফা নির্বাচনের পাশাপাশি বরানগরে বিধানসভা উপনির্বাচনও রয়েছে। আর সেখানেই বনহুগলিতে বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে বসাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক ব্যক্তি নিজেকে তৃণমূলের এজেন্ট বলে দাবি করেন। তিনি বলেন তিনি নাকি ‘সৌগত রায়ের এজেন্ট’। এই অবস্থায় সাংবাদিকরা তাঁর কার্ড দেখতে চাইলে একপ্রকার তাঁর ‘পালাই পালাই’ অবস্থা হয়। তৎক্ষণাৎ তিনি পাশের দরজা দিয়ে সটান ‘হাওয়া’ হয়ে যান। তার পর ওনার আর ‘টিকিটিও’ খুঁজে পাওয়া যায়নি।
এরপরেই বুথের ভিতরে কেন পুলিশ আধিকারিক? সেই প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েন সজল ঘোষ। তবে পুলিশ আধিকারিক জানিয়েছেন ভিতরে সব ঠিক আছে কি না তা জানতেই তিনি ভিতরে গিয়েছিলেন।