সুন্দরবনে ফিরল ‘অনুপ্রবেশকারী’ বাঘ

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:ঘন জঙ্গলে ফিরে গেছে সুন্দরবনের ‘অনুপ্রবেশকারী’ বাঘ। কুলতলির গ্রামে তাণ্ডব চালানো এই বাঘটি নদীর পার দিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে চলে গেছে বলে জানিয়েছেন বনকর্মীরা। বুধবার বাঘের পায়ের ছাপ দেখে তাদের আশঙ্কা কমে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার বনকর্মীরা জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ জঙ্গলে ফিরে গিয়েছে।

মর্মান্তিক ঘটনাঃ ঘন কুয়াশায় ট্রেন লেট হওয়ার কারণে প্রাণ হারাল তিন বছরের শিশু

বাঘটিকে এলাকাছাড়া করার চেষ্টা

সোমবার সকাল থেকেই কুলতলির মৈপিঠের বৈকুণ্ঠপুর গ্রামের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে গ্রামবাসীরা তল্লাশি শুরু করেন। তারপর বনকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। কয়েকদিন ধরে খোঁজ করেও বাঘের নাগাল পাওয়া যায়নি, তবে বাঘের উপস্থিতির বিভিন্ন চিহ্ন পাওয়া গিয়েছে, যেমন গর্জন এবং পায়ের ছাপ। বনকর্মীরা বাঘটিকে তার ডেরায় ফেরত পাঠানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। বিশেষ করে, শব্দবাজি ফাটিয়ে বাঘটিকে এলাকাছাড়া করার চেষ্টা করা হয়।

ভারতীয় ক্রিকেটের লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ও স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রকাশ্যে

মঙ্গলবার, বাঘটি কিছুটা অবস্থান বদলে কুলতলির উত্তর-পূর্বে চলে যায়। সেখানে নদীর ধারে পায়ের ছাপ দেখে বনকর্মীরা নিশ্চিত হন যে, বাঘটি সেখানে ছিল। প্রায় এক কিলোমিটার এলাকা ঘেরাও করে জাল এবং খাঁচা বসানো হয়, যেখানে ছাগলকে টোপ হিসেবে রাখা হয়। বুধবার, অনুসন্ধানের পর বনকর্মীরা সিদ্ধান্ত নেন যে, বাঘটি মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ জঙ্গলে ফিরে গিয়েছে।এভাবে, বনকর্মীদের চেষ্টায় সুন্দরবনের বাঘটি আবার তার স্বাভাবিক ডেরায় ফিরে গিয়েছে এবং কুলতলির গ্রামবাসীরা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে রেহাই পেয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর