ব্যুরো নিউজ, ২৯ ফেব্রুয়ারি: ফের একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। জানা গিয়েছে, বুধবার রাতে পূর্ব রেলের অন্তর্গত আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝামাঝি ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগতেই ঘটে এই বিপত্তি।
গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান
এর ফলে ট্রেনে উপস্থিত যাত্রীরা আতঙ্কে এদিক ওদিক ছুটতে শুরু করে। চেন টেনে তারা ট্রেন থামানোর চেষ্টা করে। কোন রাস্তা না খুঁজে পেয়ে তারা তারা ট্রেনের লাইনে ঝাঁপ দিতে থাকে। সেই সময় উল্টোদিক থেকে আসছিলো আসানসোল-ঝাঝা মেমু। সেই ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়।
ট্রেনে আগুন লাগার ফলে আচমকা ট্রেন দাড় করিয়ে দেয় চালক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কালাঝারিয়া স্টেশনে। ঘটনায় আহত হয়েছে বহু যাত্রী। ঘটনার ভয়াবহতা এতো বেশি ছিল যে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকেরা। ইতিমধ্যেই রেলের তরফে গোটা ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। রেলের তরফে জানানো হয়েছে, অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর পুরোটাই ভুয়ো। কীভাবে ওই ভুয়ো খবর ছড়াল তা রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ইভিএম নিউজ