ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : রাতের পার্টি এক ভয়ঙ্কর রূপ নেয় দেহরাদুনে। উত্তরাখণ্ডের এই শহরে ভয়াবহ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে যায় দুটি দেহ। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে গাড়ির ছাদ উড়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনে ও পিছনের অংশ। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে কাটা মুণ্ড এবং দেহাংশ।
নিমতলা ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, রাতভর চলেছে আগুন নেভানোর কাজ
১ জনের অবস্থা সঙ্কটজনক
শনিবার রাতে হাওড়া ব্রিজ বন্ধ! যাতায়াতের বিকল্প রুট জেনে নিন
প্রাথমিক তদন্ত অনুযায়ী, হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ইনোভা গাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়ির কিছু অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে রাস্তায় ছড়িয়ে পড়েছে মৃতদেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় একটি কাটা মুণ্ড গড়াগড়ি খাচ্ছে। আর অন্য দেহাংশ গাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছে।
শীতের শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ, মুর্শিদাবাদে সতর্কতা বৃদ্ধি
গাড়িটিতে মোট সাতজন যুবক-যুবতী ছিলেন। যারা পার্টি থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নব্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০), গুনিত (১৯)। এই ঘটনার একমাত্র বেঁচে থাকা যুবক সিদ্ধার্থ আগরওয়াল (২৫) যিনি পার্টির আয়োজন করেছিলেন। তার অবস্থা এখন সঙ্কটজনক।