ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দক্ষিণ ভারতীয় ছবির সুপারহিট ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবির বিশেষ প্রদর্শনীতে এক অঘটন ঘটে। অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা, আর গুরুতর আহত হন তাঁর আট বছরের ছেলে। ঘটনাটি হায়দরাবাদে অনুষ্ঠিত প্রেক্ষাগৃহের মধ্যে ঘটেছিল, যেখানে ছবির নায়ক অল্লু অর্জুন উপস্থিত ছিলেন। ওই ঘটনার পর ক্ষতিপূরণের দাবি ওঠে এবং অল্লু অর্জুনকে অভিযুক্ত করা হয়। তবে দীর্ঘ তদন্তের পর জামিন পান অল্লু।
এইচএমপিভি ভাইরাস থেকে কিভাবে দূরে রাখবেন আপনার শিশুকে? রইল চিকিৎসকদের পরামর্শ
মর্মান্তিক মৃত্যু
এখন এক মাস পর, আবার একই ধরনের ঘটনা ঘটে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারকালে। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাম চরণ। কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার পথে দুজন ভক্তের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত ভক্তদের নাম আরভ মণিকান্ত এবং থোকাড়া চরণ। ওই দুই ভক্ত বন্ধুদের সঙ্গে প্রোগ্রামে যোগ দিতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তাঁদের মোটরবাইককে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মকভাবে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আবার লকডাউন? কি বলছে আইসিএমআর?
এ ঘটনায় শোকপ্রকাশ করেন ছবির প্রযোজক দিল রাজু। তিনি বলেন, “এমন আনন্দের মুহূর্তে এমন দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি পুরোপুরি পরিবারের পাশে আছি এবং যতটা সম্ভব তাদের সাহায্য করতে চেষ্টা করব।” প্রযোজক ঘোষণা করেছেন যে, মৃতদের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। প্রত্যেক পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শঙ্কর পরিচালিত ‘গেম চেঞ্জার’ ছবিটি, যেখানে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আডবাণী। এই ছবির প্রচারকালে ঘটে যাওয়া দুর্ঘটনা সবকিছুকে overshadow করেছে।