ব্যুরো নিউজ,২৬ ডিসেম্বর:রাজস্থানের কোটা শহরে এক চমকে দেওয়া ঘটনা ঘটে গেল। দেবেন্দ্র সন্দল, যিনি কোটার একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, গত মঙ্গলবার ছিল তার চাকরির শেষ দিন। সহকর্মীরা তাকে বিদায় জানাতে আয়োজন করেছিলেন এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। সকলের মাঝে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান চলছিল। তবে, সেখানে হঠাৎই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা সবাইকে হতবাক করে দেয়।
ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ কাশ্মীরেঃ ট্রেন পরিষেবা কবে চালু?
কি ঘটেছিল?
দেবেন্দ্রের স্ত্রী টিনা সন্দল অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। স্বামী জানতেন যে, চাকরি শেষ করলেই তাকে স্ত্রীকে আরও সময় দিতে পারবেন, তার সেবাযত্নে মনোযোগ দিতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত, দেবেন্দ্রের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিনা। তিনি স্বামীকে ডেকে বলেন, “মাথাটা ঘুরছে।” স্বামী দেবেন্দ্র দ্রুত তার পাশে যান এবং সহকর্মীদের সাহায্য চান। কিছুক্ষণের মধ্যেই, টিনা অসুস্থ হয়ে পড়ে এবং টেবিলের দিকে মাথা ঠুকে পড়ে যান। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলকাতায় বাঁচতে কত টাকার প্রয়োজন? শহরবাসীদের মতামত প্রকাশিত ভাইরাল ভিডিওতে
এই অত্যন্ত দুঃখজনক ঘটনায় উপস্থিত সবাইকে শোকস্তব্ধ করে দেয়। সহকর্মীরা দ্রুত চিকিৎসককে ডেকে আনেন, তবে চিকিৎসক টিনাকে মৃত ঘোষণা করেন। দেবেন্দ্র তার স্ত্রীর দেখভালের জন্যই চাকরি থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু অবশেষে অবসর গ্রহণের দিনেই তার স্ত্রীর মৃত্যু ঘটে।