ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :কালীপুজোর আগের রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। উৎসবের আবহে শোকের ছায়া নেমে এসেছে তিনটি পরিবারে। বাড়ির লোকের মুখে হাসি ফোটানোর জন্য হলদিয়ায় ফল বিক্রি করে যে সামান্য উপার্জন নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। আর তাদের জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াল। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শিলাবতী নদীর জলবাহিত কারণে প্লাবিত হয়ে যাওয়া রাস্তা এড়িয়ে তিনজন রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হলদিয়া লোকালের ধাক্কায় রঘুনাথবাড়ি স্টেশনের কাছে তাদের তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলেও ছেলেদের টেক্কা দিল মহিলা ক্রিকেট টিম
শোকের ছায়া তিনটি পরিবারে
দীপাবলির আগের রাতেই আতঙ্কে,কাঁচা চামড়ার গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তিনজনই পেশায় ফল বিক্রেতা ছিলেন এবং হলদিয়ায় তাদের বেচাকেনা সেরে ট্রেন থেকে নেমেছিলেন। তবে শিলাবতী নদীর বাড়তি জলে পাঁশকুড়া, ঘাটাল ও দাসপুর এলাকায় প্রধান সড়কগুলো প্লাবিত থাকায় তারা বাধ্য হন রেললাইন ধরে বাড়ির পথ ধরতে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে কখন যে ট্রেন এসে পড়ল তা তারা বুঝতে পারেননি।
কালীপুজোয় আনন্দে নষ্ট করবে কি বৃষ্টি ? জানুন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
মৃতদের মধ্যে রয়েছেন রঘুনাথবাড়ি গ্রামের জয়দেব সাঁতরা (৫৭) এবং রিঙ্কু ভৌমিক (৪৯), অন্য একজনের পরিচয় এখনও পর্যন্ত অজানা। রেল পুলিশ পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কালীপুজোর দিনে এই তিনটি পরিবারের জন্য আনন্দের বদলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।