ব্যুরো নিউজ,১৮ আগস্ট:বাঙালিরা চিরকালই ভ্রমণ প্রিয়। দু-একদিনের ছুটি পেলেই মন চায় একটু ঘুরে আসতে।এইবার পূজোতে কোথায় যাবেন?যদি যেতে চান সমুদ্র তাহলে কম খরচে রইল একগুচ্ছ সমুদ্রের সন্ধান।
তালিকায় কোন কোন সমুদ্র সৈকতে নাম রয়েছে
প্রথমে রইল তামিলনাড়ুর মহাবলীপুরে সিই ধর্মীয় স্মৃতিস্তম্ভ।পুরনো মন্দির রয়েছে সেখানে। চেন্নাই থেকে প্রায় ৬০কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোরোমন্ডল উপকূলে অবস্থিত । শান্ত সুন্দর সমুদ্রে পরিপূর্ণ।
কম খরচে এবার আপনি যেতে পারেন দক্ষিণ আরব সাগরের তীরে কর্ণাটকের গোকর্ণায়।একটি উপকূলীয় অঞ্চল যেখানে অসংখ্য নারকেল গাছ এবং সুন্দর সমুদ্রে সৈকত এবং একটি বৈচিত্র্যময়এলাকা রয়েছে পাহাড়, উপত্যকা এবং খামার জমি নিয়ে।
বন্ধু হোক বা ফ্যামিলির সাথে ঘুরে আসতে পারেন আরব সাগরের তীরে গোয়ায়। সেখানে দেখার মইছিত্র মকোলভা বিচ, চার্চ এবং আ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের কনভেন্ট, বম যিশুর বেসিলিকা, শান্তা দুর্গা মন্দির, দুধসাগর জলপ্রপাত এবং গ্যালারী ডি ফন্টেইনহাস।