ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:শীতকাল টমাটোর মরসুম। এই সময় টমাটো শুধু রান্নাঘরকেই রাঙিয়ে তোলে না, ত্বকের পরিচর্যাতেও অসাধারণ ভূমিকা রাখে। পুষ্টিতে ভরপুর টমাটো ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসঙ্গে টমাটো ত্বকের পরিচর্যার জন্য একটি প্রাকৃতিক উপাদান। নিয়মিত টমাটো ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়, টানটান ভাব বজায় থাকে, এবং বয়সের ছাপ পড়তে দেরি হয়।আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে টমাটো বিভিন্ন প্রাকৃতিক ফেসপ্যাকের উপাদান হিসেবে কার্যকর।
তিনটি সহজ ও উপকারী টমাটো ফেসপ্যাকের রেসিপি
১. টমাটো ও মধুর ফেসপ্যাকঃ
২ টেবিল চামচ টমাটোর ক্বাথ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।
মিশ্রণটি মুখে মাখুন এবং ১০-১৫ মিনিট রেখে দিন।
ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
উপকারিতা: ত্বক নরম ও মসৃণ হবে। পাশাপাশি, দাগছোপ দূর করবে।
শীতেও ত্বক সুন্দর রাখতে চান? রইল ৩টি পানীয়ের রেসিপি যা শীতেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল
২. টমাটো, বেসন, দই ও হলুদের ফেসপ্যাকঃ
টমাটোর ক্বাথের সঙ্গে বেসন, দই, হলুদ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।
পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
হালকা ঘষে ধুয়ে ফেলুন।
উপকারিতা: অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বক আর্দ্র ও স্বাস্থ্যকর রাখে।
ফেস ওয়াশের নিয়মিত ব্যবহারে কি আপনি আপনার ত্বককে পরিষ্কার রাখার চেয়ে ক্ষতি করছেন বেশি?
৩. টমাটো ও পাকা পেঁপের ফেসপ্যাকঃ
টমাটো ও পাকা পেঁপে বেটে মিশ্রণ তৈরি করুন।
এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন।
ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
উপকারিতা: ত্বকের বার্ধক্যের ছাপ রোধ করে এবং ব্রণ-ফুস্কুড়ি দূর করে।
টমাটোর ফেসপ্যাক ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে কার্যকর। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে ঝকঝকে ও তারুণ্যদীপ্ত। এবার শীতের মৌসুমে ত্বকের যত্নে টমাটো দিয়ে নিজেই তৈরি করুন প্রাকৃতিক ফেসপ্যাক।