ব্যুরো নিউজ,১১ আগস্ট: কিছুদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় গত ১৫ জুলাই প্রায় এক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন সোহিনী- শোভন।
আইনি নোটিশ প্রাক্তন কে
মধুচন্দ্রিমায় কোথায় গেলেন অনন্ত-রাধিকা?
তাদের বিয়ের পরপরই সোহিণীর প্রাক্তন রনজয় বিষ্ণু অন্যানদের কাছে অভিনেত্রীর নামে কুকথা বলতে শুরু করেন। সোহিনীর নামে কুকথা রটানোর জন্য অভিনেত্রী সোহিনী আইনি নোটিশ পাঠিয়েছেন রনজয় কে। অভিনেতা রণজয় বিষ্ণুর অন্যান্য প্রাক্তনীরাও কিন্তু নাম না করে রনজয় সম্পর্কে বলেন যে তিনি তার প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেছেন। রণজয় এর প্রাক্তনের সংখ্যা কম নয়। তিনি সকলকেই নিজের এটিএম হিসেবে ব্যবহার করেছেন। রণজয় অবশ্য প্রাক্তনীদের এই অভিযোগ গুলি স্বীকার করেননি, বরং উল্টে বলেছেন যে এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাকে এবং তার পরিবারকে মানসিকভাবে চাপে ফেলা হচ্ছে। এবং তার সাথে সাথে তিনি এটাও জানান যে তিনি তার জবাব আইনি পথেই দেবেন।