স্বপন মজুমদারকে পরমব্রতের প্রমাণসহ জবাব

ব্যুরো নিউজ,৯ ডিসেম্বর:টলিউডে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের কাজিয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি ক্যামেরাম্যান গিল্ডের সাধারণ সম্পাদক স্বপন মজুমদার অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ আনেন। সেই অভিযোগের জবাবে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রমাণসহ পাল্টা জবাব দিয়েছেন পরমব্রত।

প্রেম থেকে প্রতারণাঃ ‘ভার্চুয়াল’ প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার যুবক

অভিযোগের সূত্রপাত


স্বপন মজুমদার দাবি করেন পরমব্রত ভুল তথ্য প্রচার করেছেন। তিনি বলেন টলিউডে বাইরের ডিওপি বা ক্যামেরাম্যান আনলে স্থানীয় একজন ক্যামেরাম্যানকে টিমে নেওয়ার বাধ্যবাধকতা নেই। এই বক্তব্যের প্রতিক্রিয়ায়, ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ তথ্য ও প্রমাণ দিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেন পরমব্রত। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পরমব্রত লেখেন “৩ ডিসেম্বর আমাদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম, টলিউডে বাইরে থেকে ক্যামেরাম্যান এলে স্থানীয় ক্যামেরাম্যানদের নিতে হয়। স্বপন বাবু দাবি করেছেন, এটি সম্পূর্ণ ভুল। তিনি প্রমাণ চাইছেন, আমি সেটাই দিচ্ছি।” পরমব্রত চারটি আলাদা ঘটনা উল্লেখ করে প্রতিটি ক্ষেত্রে প্রমাণ পেশ করেছেন। স্ক্রিনশট ও তথ্য-সহ তিনি তার বক্তব্যকে শক্তিশালী করেছেন। তিনি আরও বলেন “ভারতের আইন অনুযায়ী, কার্ড থাকা বা না থাকা দিয়ে কাজের বৈধতা নির্ধারণ হয় না। কার্ড শুধুমাত্র অ্যাসোসিয়েশনের সুবিধাগুলি পেতে সাহায্য করে।”

সিরিয়ায় বিদ্রোহীদের জয়ঃ বাশার আল আসাদের পতন ও ভারতীয়দের নিরাপত্তা

 
পরমব্রত লেখেন “স্বপনদা, তুমি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছ। তোমার অভিজ্ঞতা ও দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু আজ কিছু স্বার্থান্বেষী ব্যক্তির চাপে পড়ে এই পরিস্থিতিতে পড়েছ। যারা তোমাকে ব্যবহার করছে, তারা কখনোই সিনেমার অংশ নয়। বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের কথা ভেবে এদের হাত থেকে মুক্ত হও।” পরমব্রত আরও বলেন “এই অযৌক্তিক নিয়মাবলী এবং কাজের বাধ্যবাধকতা বাংলা সিনেমার স্বার্থে ক্ষতিকর। আমরা চায় না, স্বপনদা তুমি ইন্ডাস্ট্রি ছাড়ো। বরং তোমার মতো দক্ষ কর্মীরা সুনামের সঙ্গে কাজ করুক। তবে টেকনিশিয়ানদের বুঝতে হবে, এভাবে স্বার্থান্বেষীদের হাতে ব্যবহৃত হওয়া উচিত নয়।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর