টোল প্লাজা মহারাষ্ট্রের

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :মহারাষ্ট্রের রাজ্য সরকার ভোটের আগে এক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। সোমবার থেকে ছোট গাড়ির যাতায়াতে টোল ফি আর লাগবে না। উৎসবের মরশুমে গাড়ির চাপ বাড়তে পারে, তাই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

কুমড়ো বিক্রি করে লটারিতে কোটিপতি হলেন এক যুবক

ভোটের আগে মাস্টারস্ট্রোক!

মুম্বইয়ে প্রবেশের পাঁচটি টোল প্লাজায়, দাহিসার, এলবিএস রোড-মুলুন্দ, ইস্টার্ন এক্সপ্রেসওয়ে, আইরোলি ক্রিক ব্রিজ এবং ভাসিতে, ছোট গাড়িগুলোর জন্য এই ছাড় প্রযোজ্য হবে। তবে বড় গাড়ি ও ট্রাকগুলোর ক্ষেত্রে টোল ফি দিতে হবে। প্রতিদিন মহারাষ্ট্রের রাস্তায় ৬ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে। যার মধ্যে ৮০ শতাংশই ছোট গাড়ি।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য

দীপাবলি বা দিওয়ালির মতো উৎসবের সময়, অনেকেই বাড়িতে ফেরেন, আর সেখানেই টোল প্লাজায় দীর্ঘ লাইনের সমস্যা সবসময়েই থাকে। ২০০২ সাল থেকে মুম্বইয়ে টোল ফি সংগ্রহ করা হচ্ছে। রাজ ঠাকরের নব নির্মাণ সেনা ও শিব সেনার নেতারা বহুদিন ধরেই দাবি করে আসছিলেন, ফ্লাইওভার নির্মাণের খরচ আদায় হয়ে যাওয়ার পরও টোল ফি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকার ২০২৭ সাল পর্যন্ত টোল ফি ব্যবস্থা চালু রাখার ঘোষণা করেছিল। কিন্তু এ বছরেই বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রস্তুতির অংশ হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর