today weather report

ব্যুরো নিউজ, ৫ এপ্রিল : এখনও পড়েনি বৈশাখ মাস। বসন্তকাল এখনও চলছে খাতায় কলমে। কিন্তু লেশমাত্র নেই আবহাওয়ায় বসন্তের। বরং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে বেশ কিছু জেলায়। হাওয়া অফিস এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনে যা পূর্বাভাস দিয়েছে, তাতে রাজ্যবাসী কিছুটা হলেও দেখতে পাচ্ছেন স্বস্তির আলো।

ভোটের প্রচার জানার জন্য নয়া উদ্যোগ!হোয়াট্‌সঅ্যাপের ব্যবস্থা করলেন ইউসুফ পাঠান!

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও হতে পারে শনিবার থেকে। দক্ষিণের সব ক’টি জেলাতেই রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। সোমবার পর্যন্ত চলবে সেই বৃষ্টি। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

Hero MotoCorp বনাম Royal Enfield! কার ঝুলিতে বিক্রির হার বেশি? কি বলছে পরিসংখ্যান?

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া শুকনো থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমাবার।

দক্ষিণবঙ্গ তাপে পুড়েছে বৃহস্পতিবার পর্যন্ত । তবে রাতের দিকে সামান্য বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে কোনও কোনও এলাকায়। বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা এবং হুগলির দু’একটি এলাকায়। সেই সঙ্গে দমকা হাওয়া ছিল নামমাত্র। আকাশে দেখা গিয়েছে মেঘও। হাওয়া অফিস বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বৃহস্পতিবার রাতে। তবে তারা জানিয়েছে, এই বৃষ্টি থেকে গরমের পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর