rachna banerjee

ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর :চুঁচুড়ায় শুরু হয়েছে তাঁত বস্ত্র মেলা, যার উদ্বোধন করেছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্বোধন উপলক্ষে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার আবেদন করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদের আন্দোলনকে আমরা সমর্থন করি এবং বিচার কামনা করি। তবে আপনাদের মনে রাখতে হবে যে, এই আন্দোলনের কারণে আরও অনেক পরিবারে সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রায় ৩৪ দিন ধরে আপনাদের সেবা বন্ধ রয়েছে, যার ফলে অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তাই আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে, জনগণের সেবায় ফিরুন’।

নতুন নাম “শ্রী বিজয়া পুরম”: পোর্ট ব্লেয়ারের নাম বদলে স্বাধীনতার চেতনা

হুগলির তৃণমূল সাংসদ রচনা কি বলেন

কলকাতার স্কুলে ৪ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর কারণ কী ?

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উৎসবে ফিরে আসার’ বার্তার প্রসঙ্গে রচনা মন্তব্য করেন, ‘আমরা, পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা বিশ্বাস করি, দিদি যা বলেন তা গভীর চিন্তা-ভাবনার পরেই বলেন। তার কথা আমরা গুরুত্ব সহকারে নি—ষ্ঠা করি। পুজো অবশ্যই হওয়া প্রয়োজন, কারণ এটি শুধু আনন্দের উৎস নয়, এটি মানুষের শ্রম, বেদনা ও পরিশ্রমের সঙ্গেও যুক্ত। মণ্ডপ নির্মাণে যারা কঠোর পরিশ্রম করে, তাদের শ্রমের মূল্য রয়েছে। উৎসব অনেকের রুটি-রোজগারের উৎসও। তাই এসব বিষয় ভুলে যাওয়া উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর