শিবপুরে তৃণমূল বিধায়কের গাড়ি দুর্ঘটনা

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:শনিবার রাত ১টা নাগাদ হাওড়ার শিবপুরের ফরসোর রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার   গাড়ি। এই ঘটনায় প্রাণ হারান দু’জন, এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন। তবে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা দুর্ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন না।

কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টাঃ কারা করাল? প্রশ্ন

পাঁচজনকে উদ্ধার


জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তার ব্যক্তিগত চালক মহম্মদ মোস্তাক খান। ২৫ বছর বয়সি মোস্তাক আত্মীয়দের নিয়ে গাড়িতে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির।প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে গিয়ে ধাক্কা মারে। এতই শক্তিশালী ছিল ধাক্কা যে গাড়ির সামনের অংশ ট্রেলারের নিচে আটকে যায় এবং সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

সামাজিক প্রকল্পের টাকার প্রতারণা রুখতে নতুন ব্যবস্থা

স্থানীয়রা তীব্র আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। শিবপুর থানার পুলিশ দ্রুত এসে পাঁচজনকে উদ্ধার করে। আহতদের প্রথমে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনজনের অবস্থা এখনও সংকটজনক।অপরদিকে  হাওড়া ব্রিজের অবস্থা পরীক্ষার জন্য শনিবার রাত ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ ছিল। রাইটস-এর তত্ত্বাবধানে ৪০ বছর পর এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের নির্দেশে সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয় রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর