ব্যুরো নিউজ,২৩ অক্টোবর:বিহারের বক্সারে হাতির দাঁত পাচারের অভিযোগে তৃণমূল নেতা অশোক ওঝাকে গ্রেফতার করা হয়েছে।বনদপ্তরের অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি হাতির দাঁত, যার মোট ওজন ৪০ কেজি।বিহার পুলিশ অশোক ওঝাকে জেরা করে আরো চারজনকে গ্রেফতার করেছে।
হাওড়ায় সাতসকালে রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ইডির হানা
বড় ধাক্কা
বনদপ্তরের কর্মকর্তারা জানান, এ ঘটনায় অশোক ওঝাকে জেরা করার পর তাদের সহযোগী চারজনের নাম উঠে এসেছে। বিহার পুলিশ এখন চেষ্টা করছে জানতে, কোথা থেকে এসব হাতির দাঁত এসেছে এবং কারা কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত।অশোক ওঝা বড় বাজারের তৃণমূল নেতা। তার গ্রেফতারির ফলে শাসক দলে অস্বস্তি বেড়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়ি-ঘরি করে অশোককে দল থেকে বহিষ্কার করা হয়। দলের মুখপাত্র দীনেশ বাজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রের পরিবর্তনে তিন রাশির জীবনে উপচে পড়বে ধন সমৃদ্ধি
হাতির দাঁতের পাচার একটি গুরুতর অপরাধ এবং এর ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূল দলের নেতাদের মধ্যে কি এমন আরো অসাধু কার্যকলাপ আছে? সরকারি সংস্থাগুলিকে এ ধরনের অপরাধ রোধে সক্রিয় হতে হবে।তৃণমূল দলের জন্য এটা আরও একটি বড় ধাক্কা। বিজেপির পুরো প্রতিনিধি সজল ঘোষের বক্তব্য এতদিন রাজ্য সরকার বালি, কয়লা, গরু, চাকরি, রেশন সবকিছু চুরি করেছে। এখন ওরা হাতির দাঁতও চুরি করতে শুরু করেছে।