ব্যুরো নিউজ, ১৩ মে: লোকসভা নির্বাচনের মাঝেই চাপ বাড়ছে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর। দেব ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আর তাতেই কার্যত ‘চাপে’ ঘাটালের বিধায়ক।
‘তৃণমূলের কপালে দুঃখ আছে’, হুঁশিয়ারি শুভেন্দুর
‘ওরা হিন্দুত্ব করলে আমরাও মুসলিমত্ব করব’, বিস্ফোরক হুমায়ুন কবীর
অভিযোগ, আশাকর্মীর চাকরি দেওয়ার জন্য প্রায় ৩ লক্ষ টাকা চান দেব ‘ঘনিষ্ঠ’। অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা ১ লক্ষ ৮০ হাজার টাকা দিলেও এখনও চাকরি মেলেনি। তবে পুলিশ তার এই অভিযোগ নেয়নি বলেই দাবি করেছেন তিনি। ফলে আদালতের দারস্ত হন ওই অভিযোগকারী। তিনি জানান, ২০২২ সালে তাঁর মেয়ের আশাকর্মী পদে চাকরির জন্য় লক্ষাধিক টাকা দিয়েছিলেন তিনি। ওই টাকা নেওয়ার পরেই চাকরি মেলেনি। এমনকি টাকা ফেরত চাওয়া হলেও সেই টাকাও ফেরত পাননি তারা। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দারস্ত হন অভিযোগকারী। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভবানা রয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তি এই বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন। এমনকী তিনি অভিযোগকারী গঙ্গেশ সাঁতরাকেও চেনেন না বলে জানান।