ব্যুরো নিউজ, ১৩ মে: রাজ্যের চতুর্থ দফার নির্বচনের দিনও শাসক দলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ‘তৃণমূলের কপালে দুঃখ আছে’ বলেও মন্তব্য করলেন বিরোধী দলনেতা। এদিন পানিহাটিতে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর মনোনয়ন পেশের শোভাযাত্রায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। নইলে ৪ জুনের পর অনেক কিছু হতে পারে।’
‘ওরা হিন্দুত্ব করলে আমরাও মুসলিমত্ব করব’, বিস্ফোরক হুমায়ুন কবীর
তৃণমূলকে মানসিক শক্তি সঞ্চয়ের বার্তা
যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে এবার পারছে না। বিশেষ সম্প্রদায়ের লোকেরাও ভিতরে ঢুকে চোরামূলকে কেউ ভোট দিচ্ছে না। কারণ কেন্দ্রীয় বাহিনী ভীষণ সক্রিয় বলেও কেন্দ্রীয় বাহিনী প্রশংসা করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফায় রাজ্যে আরও আধাসেনা আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তেলঙ্গানায় ভোট শেষ হলেই হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,‘তৃণমূলের কপালে দুঃখ আছে। সকালবেলা বলে গেলাম। তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। আর বাকি যে দফাগুলো রয়েছে সেখানকার তৃণমূল নেতাদের বলব, বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন। নইলে ৪ তারিখের পরে অনেক কিছু ঘটবে।’
এর আগে বেশ কয়েকবার তৃণমূল সরকারকে ফেলার হুঙ্কার শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। এদিন চতুর্থ দফার নির্বাচন চলাকালীন ফের আরও একবার মমতার সরকার ফেলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দননেতা শুধেন্দু অধিকারী।