TMC

ব্যুরো নিউজ, ৫ জুলাই : এবার ত্রাণের ত্রিপল দেখা গেল তৃণমূলের পার্টি অফিসে। তবে এই ছবি কোন জেলায় নয় দেখা গিয়েছে খোদ শহর কলকাতাতেই। ৩৯ নম্বর ওয়ার্ডের মহাজাতি সদন সংলগ্ন কলাবাগানের মুখে ফুটপাত দখল করা হয়েছে। সেই ফুটপাত দখল করে হয়েছে তৃণমূলের পার্টি অফিস। উল্লেখ্য এর আগে যতবার প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তারপর বারংবার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। আর এবার দেখা গেল তৃণমূলের দলীয় কার্যালয় ঘেরা রয়েছে ত্রাণের ত্রিপল দিয়ে।

সাইকেল নিয়ে রাশিয়ার পথে বাংলার ছেলে

বেকায়দায় পড়ে সাফাই মেয়র ফিরহাদ হাকিমের

প্রসঙ্গত এর আগে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্যারেজের ছাউনিতে ত্রাণের ত্রিপল দেখা গিয়েছিল। আর এখানেই বিরোধীদের প্রশ্ন তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের সময় কি ত্রিপল বন্টনের ক্ষেত্রেও কি কোন
দুর্নীতি হয়েছিল? যদিও এই বিষয় ফিরহাদ হাকিমের সাফাই, ‘যাঁরা ত্রিপল সরবরাহকারী তাঁরা আমাদের দেওয়ার পরও আরও অনেক জায়গায় সরবরাহ করে। সুতরাং ওইটা সরকারের ত্রিপল তার গ্যারান্টি কেউ নিতে পারবে না।’

BJP Helpline

‘তৃণমূল দলটাই চোরে পরিণত হয়েছে। আগে আমরা বলতাম তৃণমূলের সবাই চোর এমনটা নয়। এখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন পুলিশ, কাউন্সিলর, এসডিপিও চোর। তাহলে ওরা দু-একটা ত্রিপল চুরি করেছে এটা নতুন কী।’ মত বিজেপি নেতা সজল ঘোষের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর