ব্যুরো নিউজ,২ নভেম্ববর :দাবার জগতে সাড়ে তিন বছরের অনীশ সরকার এখন এক বিস্ময় প্রতিভা। নিউটাউন কৈখালির এই খুদে দাবাড়ু সৃষ্টির খাতায় নাম তুলেছে বিশ্বরেকর্ডের মাধ্যমে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই দাবার বোর্ডে অনীশের অসাধারণ দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
নারকেলডাঙা ঘটনায় ভুয়ো খবরের বিরুদ্ধে কলকাতা পুলিশের সতর্কবার্তা
বাংলার বুকে ইতিহাস গড়ল অনীশ
গত বছর পুজোর সময় অনীশকে দাবার বোর্ড উপহার দিয়েছিলেন তার মামার থেকে। দাবার ঘুঁটি বড় হওয়ার কারণে তা সহজে মুখে নেওয়া সম্ভব নয়, সেই কারণে এই উপহার। কিন্তু কে জানত, এই খুদে ওই বোর্ডে ঝড় তুলে ফেলবে! ইউটিউবে দাবা খেলার ভিডিও দেখে এবং রিলে শুনে দাবায় আগ্রহী হয়ে ওঠে অনীশ। ফলে তার মা-বাবা তাকে দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে ভর্তি করেন। দুজনেই চাকরি করেন কিন্তু নিজেদের সন্তানের প্রতিভার বিকাশের জন্য সময় দেন।
নতুন চেহারায় ফিরছেন বনি-কৌশানি, আসছে ‘কলকাতায় কেলেঙ্কারি’!
মায়ের কথায়, ‘দুপুর ১২টায় ওকে দিয়ে আসি। রাত ৮টার সময় আনতে যাই, কিন্তু সে বোর্ড থেকে উঠতেই চায় না।’ কয়েকদিন আগে রাজ্য অনূর্ধ্ব-৯ ও অনূর্ধ্ব-১৩ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৫৫৫ ফিডে রেটিং পায় অনীশ। মাত্র ৩ বছর ৮ মাস ১৮ দিনে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ফিডে রেটিং পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারতে এর আগে ৫ বছর বয়সে তেজশ তিওয়ারি রেটিং পেয়েছিল। কিন্তু এবার অনীশ তাকেও ছাপিয়ে গেছে।