ব্যুরো নিউজ,৬ আগস্ট:মাত্র ৫৫ বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট তারকা গ্রাহাম থর্প । অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন থর্প। হঠাৎই তার মৃত্যু হল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রিটি শ তারকা ক্রিকেটার থেকে ওয়েস্ট ইন্ডিয়ান ও ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।
শ্রীলংকার ঘূর্ণিতে ধরাশায়ী ভারত
মৃত্যুর কারণ অজানা
ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার খেলা ছাড়ার পরেই কোচ হয়েছিলেন আফগানিস্তানের। ইংল্যান্ডের ব্যাটিং কোচ ও ছিলেন তিনি।প্রতিভাবান এই বাঁহাতি ব্যাটসম্যান কেরিয়ারের শুরুতেই সেঞ্চুরি দিয়ে ক্রিকেটে অভিষেক হয়।দাগ কেটেছিলেন ব্রিটিশ ক্রিকেট বিশেষজ্ঞ ও নির্বাচকদের মনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম। বলেছেন অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন থর্প।
প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে
ইংল্যান্ডের হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ১০০ টি টেস্ট খেলেছিলেন থর্প। তার রান ৬৭৪৪। করেছিলেন ১৬ টি সেঞ্চুরি। ৮২ টি ওয়ানডে ম্যাচে তার রান ছিল ২৩৭০। এছাড়াও তিনি বৃটেনে কাউন্টি ক্রিকেটে সারে হয়ে খেলতেন। সারে খেলোয়াড় ও কর্তারা তাকে ভালোবাসতেন সেখানেও ১৭ বছর খেলেছেন ।করেছেন প্রায় ২০০০০ রান। এখানে থর্প কিভাবে হঠাৎই চলে গেলেন তা জানায়নি তার পরিজনেরা।