ব্যুরো নিউজ, ১০ মার্চ: আদ্রা-কাশীপুর রাজ্য সড়ক ধরে কাশীপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ওই পিকআপ ভ্যানে ছিল বোঝাই মাছ। সব তো ঠিকই চলছিল। কিন্তু ড্রাইভার খুমতেই ঘটলো বিপত্তি। ডাক বিভাগের নাম করে প্রতারণা! সাবধান করল ইন্ডিয়া পোস্টদিব্যি শনিবার পিকআপ ভ্যানে করে কাশীপুরে মাছ নিয়ে যাচ্ছিলেন গাড়ির ড্রাইভার। কিন্তু বেচারা ড্রাইভার! যদি জানতো যে তার ঘুমই হবে কাল, তবে বোধহয় বিদ্যাসগরের মত দড়ি দিয়ে টিকি বেঁধে রাখতো পেছনে। কিন্তু সবই ভবিতব্য! প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার! জারি নির্দেশিকা জানা গিয়েছে, গাড়ি চালাতে চালাতে হঠাৎই তার চোখ লেগে আসে। আর যেই না চোখ বন্ধ করেছে ওমনি পিকআপ ভ্যান- সহ উল্টে পড়ল নদীতে। পুরুলিয়ার কাশীপুর থানার বেকো নদী সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কাশীপুর থানার পুলিস ঘটনাস্থলে যান। দীর্ঘ পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হয়। কিন্তু ততক্ষণে নষ্ট সকল কষ্ট। গাড়িতে লোডকরা প্রায় ৪ কুইন্টাল মাছ একেবারে জলে।


দিব্যি শনিবার পিকআপ ভ্যানে করে কাশীপুরে মাছ নিয়ে যাচ্ছিলেন গাড়ির ড্রাইভার। কিন্তু বেচারা ড্রাইভার! যদি জানতো যে তার ঘুমই হবে কাল, তবে বোধহয় বিদ্যাসগরের মত দড়ি দিয়ে টিকি বেঁধে রাখতো পেছনে। কিন্তু সবই ভবিতব্য!















