ব্যুরো নিউজ, ৬ ফেব্রুয়ারি: নিউ দিল্লি রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য রিয়াজ আহমেদকে। রিয়াজের সাথে আরও ৫ জন জঙ্গিকে ওইদিন আটক করেছে পুলিশ।
দিল্লি থেকে গ্রেফতার জঙ্গি
ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে এই অস্ত্রগুলি গোপনে কাশ্মীরে নিয়ে এসে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেই অস্ত্রগুলি বিলিয়ে দেওয়া হতো।
নয়া ‘ভাইস চিফ অফ আর্মি স্টাফ’ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ঘটনাটি ঘটেছে রবিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি হওয়ার পাশাপাশি রিয়াজ একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। সে সেনা ও পুলিশের নজর এড়িয়ে ভারতে অস্ত্র আমদানি করতো বলে সূত্রের খবর।
জম্মু-কাশ্মীর পুলিশ এই জঙ্গিকে কুপওয়াড়া থেকে গ্রেফতার করেছে। রিয়াজের বিরুদ্ধে অভিযোগ ছিল, কাশ্মীরের সীমান্ত থেকে অস্ত্র ও গুলি পাচার করতো সে। আরও তথ্য জানতে পুলিশের তরফে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইভিএম নিউজ